বিপাকে মুখ্যমন্ত্রী! এই কারণে হাইকোর্টে খোদ মমতার বিরুদ্ধে দায়ের অভিযোগ, তুঙ্গে শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে দায়ের হল আদালত অবমাননার অভিযোগ (Contempt of court)। এই নিয়ে বিচারপতি টি.এস. শিবাগনানমের দৃষ্টি আকর্ষণ করে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্বতঃপ্রণোদিত আদালত অবমাননার মামলা দায়ের করার আবেদন জানিয়েছেন। যার প্রেক্ষিতে বৃহস্পতিবারী মধ্যে হলফনামা দাখিল করার পরামর্শ দিয়েছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি।

জানা গিয়েছে, মঙ্গলবার আলিপুর আদালতে মুখ্যমন্ত্রীর বক্তব্যের একটি অংশ নিয়ে অভিযোগ দায়ের করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ঘটনার সূত্রপাত গতকাল। আলিপুর জাজেস কোর্টে দাঁড়িয়ে কথায়-কথায় চাকরি বাতিল না করার আবেদন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “প্রধান বিচারপতি এখানে নেই। আমি সুব্রতদাকে বলব যিনি এখানে আছেন। দয়া করে এত সহজে চাকরি কেড়ে নেবেন না। যদিও এটা আমার ব্যক্তিগত মত।”

মঙ্গলবার মুখ্যমন্ত্রীর বক্তব্যের এই অংশ-সহ একাধিক কথা নিয়ে অভিযোগ। গতকাল চাকরি বাতিল নিয়ে একাধিক মন্তব্য করেন মমতা। সেইসব বেশ কিছু মন্তব্যকে ঘিরেই অভিযোগ জানান বিকাশরঞ্জন ভট্টাচার্য। প্রসঙ্গত, গ্রুপ সি, গ্রুপ ডি, প্রাইমারি, নবম – দশম সব মামলা বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চেই বিচারাধীন। সিঙ্গেল বেঞ্চের রায়ের পর বিচারপতি তালুকদারের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হন মামলাকারীরা।

গতকাল চাকরি বাতিল প্রসঙ্গে একের পর এক মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘জেনেশুনে কোনও অন্যায় করিনি। আমরা ক্ষমতায় আসার পর, একটা সিপিএম ক্য়াডারের চাকরি খাইনি’। পাশাপাশি আদালতের কাছে করুন আর্জি জানিয়ে তিনি বলেন, ‘যারা অন্যায় করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন। কথায় চাকরি বাদ দিচ্ছে। কালও দুজন আত্মহত্যা করেছে। যদি কেউ ভুল করে তার দায় কেন সবাই নেবে। একটু ভেবে দেখবেন। ছেলেমেয়েরা যেন অবিচারের শিকার না।”

mamata high court

আবেগপ্রবন হয়ে তৃণমূল সুপ্রিমোর আরও সংযোজন, “একজন চাকরি করছে বলেই বিয়ে করে সংসার করছে, চাকরি করে বলেই বাবা-মাকে দেখতে পাচ্ছে। হঠাৎ করে চাকরি চলে গেলে তারা খাবে কি? তাদের সন্তানদের মুখে কীভাবে খাবার তুলে দেবে?” তার আর্জি, ” একবার সুযোগ দেওয়া হোক। দরকার হলে আবার পরীক্ষা দিক।”

মুখ্যমন্ত্রীর এইসব মন্তব্য ঘিরেই গতকাল থেকে শোরগোল বঙ্গ রাজনীতিতে। প্রসঙ্গত, আগেও একবার চাকরিহারাদের পুনরায় চাকরি দেওয়া হবে বলে মন্তব্য করেছিলেন মমতা। যা নিয়ে তরজা শুরু হয়েছিল। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এ নিয়ে ফের মন্তব্য করায় আইনজীবী বিকাশরঞ্জন ভট্রাচার্যের অভিমত, রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে থেকে দুর্নীতিকে লাগাতার প্রশ্রয় দিচ্ছেন তিনি। এই নিয়ে ডিভিশন বেঞ্চ মামলাকারীদেরকে হলফনামা দিয়ে বক্তব্য জানাতে বলা হয়েছে। আগামিকালের মধ্যেই জানা যাবে এই মামলা গ্রহণযোগ্য হবে কি না ।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর