অস্কার পেয়েই অভিনয় ছেড়ে দিচ্ছেন জুনিয়র এনটিআর! অভিনেতার হলটা কী?

বাংলাহান্ট ডেস্ক : দক্ষিণী ইন্ডাস্ট্রিতে (South Industry) তিনি অন্যতম জনপ্রিয় অভিনেতা। সিনে প্রেমীদের তালিকায় এমন কেউ নেই যিনি চেনেন না তাঁকে। তাই ভক্তদের কাছে নতুন করে আর পরিচয় দেওয়ার কিছুই নেই জুনিয়র এনটিআরের (Juniour NTR)। ২০২২ সালে ‘আরআরআর’ ছবি মুক্তি পাওয়ার পর থেকেই চর্চায় রয়েছেন এই অভিনেতা। তবে এবার নাকি অভিনয় জগৎ থেকে সরে যাচ্ছেন এই তারকা।

সম্প্রতি দেশে ফিরেছেন এই অভিনেতা। আর দেশে ফিরেই পরিচালক বিশওয়াক সেনের ‘কা ধামকি’ ছবির প্রচার অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। আর সেখানে গিয়েই অভিনয় ছাড়ার কথা ঘোষণা করলেন জনপ্রিয় এই অভিনেতা। আর তাঁর এই কথা শুনে মন ভেঙেছে ভক্তদের। অনেকেরই প্রশ্ন হঠাৎ করে কি হল জুনিয়ার এনটিআরের?

Jr NTR

আসলে এদিনের অনুষ্ঠানে অভিনেতা হাজির হতেই সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন আবার কবে ফিরছেন বড় পর্দায়? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অভিনেতা বলেন, ‘আপাতত আমি কোনও কাজ করবো না। আর যদি বারবার একই প্রশ্ন করেন তাহলে আমি অভিনয় করা ছেড়ে দেব’। প্রিয় তারকার এই কথা শুনে রীতিমত অবাক ভক্তরা।

 

View this post on Instagram

 

A post shared by Jr NTR (@jrntr_abhimani9999)

যদিও নিছকই মজার চলেই এই কথা গুলি বলেছেন অভিনেতা জুনিয়ার এনটিআর। অনুরাগীদের উদ্দেশ্যে তাঁর মন্তব্য, ‘আমি স্বপ্নেও কখন এই কথা ভাবতে পারিনা’। উল্লেখ্য, খুব শীঘ্রই শুরু হতে চলেছে ‘এনটিআর ৩০’ ছবির শুটিং। ছবির পরিচালকের দায়িত্বে রয়েছেন করাটালা সিভা। ২০২৪ এর মাঝামাঝি সময়ে বক্স অফিসে মুক্তি পাবে এই ছবি।

 

View this post on Instagram

 

A post shared by Jr NTR (@jrntr)

এই ছবির হাত ধরেই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কপূর। ছবিতে টানটান চিত্রনাট্য ছাড়াও থাকবে গ্রাফিক্সের দুর্দান্ত ব্যবহার। এই ছবিটি এনটিআর জুনিয়রের কেরিয়ারের ৩০তম ছবি।

additiya

সম্পর্কিত খবর