বাংলাহান্ট ডেস্ক: রবিবার, ২৬ মার্চ সম্প্রচারিত হল জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড (Sonar Sangsar) অনুষ্ঠান। প্রত্যেক বছর প্রথম সারির এই চ্যানেলের তরফে আয়োজন করা হয় অ্যাওয়ার্ড সেরিমনির, যেখানে বিভিন্ন সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীদের পুরস্কৃত করা হয় তাঁদের অভিনয় এবং জনপ্রিয়তার ভিত্তিতে। তবে এবারের শো নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক।
মিঠাই (Mithai) বনাম জগদ্ধাত্রী (Jagaddhatri), অ্যাওয়ার্ড শোয়ের জন্য ভোটিং পর্ব শুরু হতেই দুই জনপ্রিয় সিরিয়ালের মধ্যে শুরু হয়ে গিয়েছিল টক্কর। এক সময়ের বাংলা সিরিয়াল নাকি বর্তমানের চ্যানেল টপার, সেরার সেরা কে হবে তাই নিয়ে দর্শক এবং অনুরাগীরাও মেতেছিলেন আলোচনায়। এক্ষেত্রে মিঠাইয়ের দিকে একটু হলেও পাল্লা ভারী ছিল। টিআরপি কমলেও দর্শকদের ভালবাসা যে একটুও কমেনি, তা বোঝা যায় সোশ্যাল মিডিয়া পেজ গুলিতে চোখ রাখলেই।
কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল অন্য কিছু। সোনার সংসারে পাত্তাই পেল না মিঠাই। বরং প্রায় গোটা অ্যাওয়ার্ড শোটাই একাই কাঁপিয়ে দিল জগদ্ধাত্রী। বিভিন্ন ক্যাটেগরিতে অধিকাংশ অ্যাওয়ার্ডই গেল এই মেগা সিরিয়ালের ঝুলিতে। মঞ্চ খালি ছাড়ার নামই নিচ্ছিল না জগদ্ধাত্রী সিরিয়ালের টিম। অন্যদিকে দু তিনটের বেশি অ্যাওয়ার্ডই পায়নি মিঠাই।
অ্যাওয়ার্ড শোয়ের ছিরি দেখে ক্ষুব্ধ দর্শকদের একাংশ। উঠেছে ‘স্ক্রিপ্টেড শো’ এর তকমা। অনেকের অভিযোগ, মিঠাইয়ের সঙ্গে যেটা হয়েছে সেটা অবিচার। গত বছর সবথেকে বেশি অ্যাওয়ার্ড পেয়েছিল এই সিরিয়াল। এক বছরের মধ্যেই এত পরিবর্তন!
এমনকি এও অভিযোগ উঠেছে, জগদ্ধাত্রীকে নিয়ে এক চোখামি করা হয়েছে। এটা যদি দর্শকদের পছন্দে হত তাহলে বেশিরভাগ অ্যাওয়ার্ড মিঠাই-ই পেত। যেমনটা পপুলার চয়েস অ্যাওয়ার্ডে সবথেকে বেশি দেখা শো এবং সেরা সিরিয়ালের পুরস্কার পেয়েছে মিঠাই। উল্লেখ্য, সেরা নায়ক এবং নায়িকাও হয়েছে সিদ্ধার্থ এবং মিঠাই। তবে এবারের অ্যাওয়ার্ড শো নিয়ে যে মিঠাই ভক্তরা বিশেষ খুশি নন সেটা স্পষ্ট বোঝাই যাচ্ছে সোশ্যাল মিডিয়া খুললেই।