বাংলাহান্ট ডেস্ক : BSNL একাধিক নতুন প্ল্যান মার্কেটে আনার পর থেকেই রীতিমতো চাপে পড়ে গিয়েছে বেসরকারি টেলিকম সংস্থাগুলি। বলা ভালো, এক্কেবারে জোরদার টক্কর শুরু হয়ে গিয়েছে। আর এবার সরকারি এই টেলিকম সংস্থাটি এমনই একটা প্রিপেড রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে, যার জেরে কঠিন সমস্যার সম্মুখীন হয়েছে Jio, Airtel বা Vi-এর মতো জনপ্রিয় সংস্থাগুলি।
প্রসঙ্গত উল্লেখ্য, ‘আনলিমিটেড ডেটা’ অফার করে চলেছে দেশের প্রথম সারির টেলিকম সংস্থাগুলি। আর সেই সব সংস্থার মধ্যে সরকারি টেলিকম কোম্পানি BSNL যে অন্যান্য সংস্থার তুলনায় অনেক সস্তায় রিচার্জ করার সুবিধা দেয়, সে কথা আমরা সকলেই জানি। তবে, আপনি যদি এই মুহূর্তে প্রচুর ডেটা সহ দীর্ঘ মেয়াদী কোন প্ল্যান নেওয়ার পরিকল্পনা করে থাকেন সেক্ষেত্রে BSNL আপনার জন্য এনেছে একটি দুর্দান্ত প্ল্যান।
আজ আমরা যে প্ল্যানের বিষয়ে আলোচনা করতে চলেছি সেটি BSNL-এর 2998 টাকার রিচার্জ প্ল্যান। আপনি যদি এই রিচার্জ প্ল্যানটি ইতিমধ্যেই করে থাকেন তাহলে আপনি দেড় বছরের জন্য আপনি যে একেবারে নিশ্চিন্ত একথা বলাই বাহুল্য। আবার এই প্ল্যানের ডেটা বেনিফিটের কাছে হার মানবে Jio-এর প্ল্যানকেও। দুর্দান্ত এই প্ল্যানটির সুবিধা ভারতের সমস্ত সার্কেলেই পাওয়া যাবে। তাহলে, চলুন বিস্তারিত আলোচনা করা যাক।
১) BSNL-এর এই প্ল্যানের দাম 2998 টাকা।
২) BSNL-এর এই প্ল্যানে ব্যবহারকারীদের জন্য 15 মাস অর্থাৎ 455 দিনের ভ্যালিডিটি থাকবে।
৩) BSNL-এর এই প্ল্যানে প্রতিদিন 3 জিবি করে ডেটা মিলবে।
৪) BSNL-এর এই প্ল্যানে ব্যবহারকারীরা আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পাবেন।
৫) BSNL-এর এই প্ল্যানে থাকছে বিনামূল্যে প্রতিদিন 100টি করে SMS করার সুযোগ।
৬) BSNL-এর এই প্ল্যানে ব্যবহারকারীরা Eros Now-এর মাসিক সাবস্ক্রিপশন পাবেন বিনামূল্যে।
৭) ডেটা শেষ হয়ে যাওয়ার পরেও BSNL হাইস্পিড ইন্টারনেট অর্থাৎ 40Kbps গতিতে ব্রাউজ করতে পারবেন।