১ বলে ১৭ রান! একজন ভারতীয় গড়েছেন এই বিশ্বরেকর্ড! ভাঙতে পারেননি গেইল, হেডেনের মতো তারকারাও

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেটে অনেক রেকর্ডই আছে যা অর্জন করা আপাতদৃষ্টিতে অসম্ভব বলেই মনে হয়। এমনই একটা রেকর্ড হলো ১ বলে ১৭ রান করার বিশ্বরেকর্ড। আর এই রেকর্ড রয়েছে ভারতের একজন তারকা ব্যাটসম্যানের নামেই। বিশ্বের কোনো ক্রিকেটার এমনিতে ১ বলে ১৭ রান করার কথা ভাবতেও পারে না, কারণ এটি এমন একটি কাজ যা একপ্রকার অসম্ভবের সামিল। আন্তর্জাতিক ক্রিকেটে বর্তমান যুগের সেরা ওপেনার রোহিত শর্মা বা সর্বকালের সবচেয়ে আগ্রাসী ওপেনার ক্রিস গেইলের মতো বিস্ফোরক ব্যাটসম্যানরাও এই আশ্চর্য কাজ করতে পারেননি।

আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র একজন ক্রিকেটার আছেন যিনি ১ বলে ১৭ রান করার কীর্তি করেছেন। এই তারকা আর কেউ নন, ইনি হলেন ভারতের প্রাক্তন বিস্ফোরক ওপেনার বীরেন্দ্র সেওবাগ। ১৩ই মার্চ ২০০৪ সালে করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে আয়োজিত ওডিআই সিরিজের ম্যাচে পাকিস্তানি বোলার রানা নাভেদ উল হাসানের এক ওভারে ভারতের প্রাক্তন ঝড়ো ওপেনার বীরেন্দ্র সেওবাগ এই কীর্তি গড়েন যা আজ পর্যন্ত কোনও ব্যাটার ভাঙতে পারেননি।

virender sehwag 1 1433073821 500

২০০৪ সালের ১৩ই মার্চ তারিখে, করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে খেলা ওই ওডিআই ম্যাচে, পাকিস্তানি বোলার রানা নাভেদ উল হাসানের করা সেই ওভারে সেওবাগ সৌভাগ্যক্রমে পরপর ৩ টি নো বল পেয়ে যান, যার মধ্যে দুটি ডেলিভারিকে তিনি বাউন্ডারির রাস্তা দেখিয়েছিলেন। এরপর লিগ্যাল বলটিতে আর কোনও রান হয়নি।

এরপর রানা নাভেদ-উল-হাসান আবার দুটি নো-বল করেন। নজফগরের নবাব তার মধ্যে একটি বলে একটি চার মারেন, দ্বিতীয় বলে কোনও রান না পাননি। এভাবে রানা নাভেদ উল হাসানের ওই ওভারে বীরেন্দ্র সেওবাগ পেয়েছেন ১২ রান এবং ৫ নো বলে ৫ অতিরিক্ত রান, যার ফলে ওই নির্দিষ্ট সময়ে মোট রান ওঠে ১৭।

সেওবাগ ওই নির্দিষ্ট ইনিংসটির আগে এবং ভবিষ্যতেও অনেক বিধ্বংসী ইনিংস খেলেছেন। তিনি একমাত্র ভারতীয় ক্রিকেটার যিনি টেস্ট ক্রিকেটে দুবার ত্রিশতরানের গণ্ডি বেরিয়েছেন। এছাড়া দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ওডিআই ফরম্যাটে দ্বিশতরান করেছিলেন তিনি। দুঃখের ব্যাপার তার কেরিয়ারের শেষটা খুব একটা সুখের হয়নি।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর