বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দেশে ক্রুজার সেগমেন্টে বাইকের প্রসঙ্গ উপস্থাপিত হলেই অধিকাংশজন রয়্যাল এনফিল্ডের (Royal Enfield) কথাই প্রথমে ভাবেন। পাশাপাশি, বাইকপ্রেমীদের কাছেও রয়্যাল এনফিল্ডের বাইকগুলি তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে। এমতাবস্থায়, রয়্যাল এনফিল্ডকে টেক্কা দিতে অন্যান্য সংস্থাগুলি একের পর এক এক দুর্দান্ত বাইক বাজারে আনছে। সেই রেশ বজায় রেখেই এবার লঞ্চ হতে চলেছে Mahindra BSA Gold Star 650 বাইকটি।
সকলেই মনে করছেন যে, এই বাইকটি এবার সরাসরি রয়্যাল এনফিল্ডের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। শীঘ্রই এটি ভারতীয় বাজারে আসতে চলেছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, BSA এক সময়ে একটি খুব জনপ্রিয় ব্র্যান্ড ছিল এবং এর Mahindra BSA Gold Star 650 বাইকটি UK তে বিক্রি হয়। তবে, এটি খুব তাড়াতাড়ি ভারতেও উপলব্ধ হবে। যদিও, কবে নাগাদ এটি লঞ্চ হতে পারে সেই প্রসঙ্গে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
Mahindra BSA Gold Star 650-এর রয়েছে শক্তিশালী ইঞ্জিন: জানা গিয়েছে, এই দুর্দান্ত বাইকটিতে লিকুইড কুলড টেকনোলজির ওপর ভর করে 652cc-র সিঙ্গেল সিলিন্ডার এবং ফোর ভালভ ইঞ্জিন রয়েছে। পাশাপাশি বাইকটির পুরোনো লুক বজায় রাখতে ব্যবহার করা হয়েছে এয়ার ফিনস। বাইকটির ইঞ্জিন 44 bhp এবং 55 Nm পিক টর্ক পাওয়ার আউটপুট করবে। এদিকে, ইঞ্জিনটি একটি 5 স্পিড গিয়ারবক্সের সাথেও সংযুক্ত থাকবে।
কত হবে দাম: প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই বাইকের দাম হতে পারে 3.5 লক্ষ থেকে 6 লক্ষ টাকার মধ্যে। যদিও আরও জানা গিয়েছে যে Mahindra BSA Gold Star 650 বাইকের দাম Royal Enfield Interceptor 650 বাইকের থেকে কিছুটা বেশি হতে পারে। তবে, এই দামে তেমন একটা পার্থক্য থাকবে না।
Royal Enfield Interceptor-এর ইঞ্জিন: উল্লেখ্য যে, আমরা যদি Royal Enfield Interceptor-এর ইঞ্জিনটির দিকে নজর দিই সেক্ষেত্রে ওই বাইকটিতে 648cc-র ইঞ্জিন রয়েছে। পাশাপাশি, ওই ইঞ্জিনটি এয়ার-অয়েল কুলড টেকনোলজির উপর ভিত্তি করে কাজ করে। ইঞ্জিনটি 46 bhp এবং 52 nm পিক টর্ক পাওয়ার আউটপুট দেয়। পাশাপাশি, ওই ইঞ্জিনের সাথে একটি 6 স্পিড গিয়ার বক্স যুক্ত করা হয়েছে। জানিয়ে রাখি যে, 1950 এর দশকে, BSA বিশ্বের বৃহত্তম মোটরসাইকেল ব্র্যান্ড ছিল এবং 2016 সালে এটি Mahindra কমিউনিটি কিনে নেয়।