বাংলা হান্ট ডেস্কঃ গতকাল সারা দেশের পাশাপাশি রাজ্য জুড়ে সারম্বরে পালিত হয়েছে রামনবমীতে (Ram navami)। তবে এদিনই হাওড়ায় (Howrah) রাম নবমীর শোভাযাত্রায় হামলার অভিযোগ ওঠে। ভাঙচুর, ইটবৃষ্টি, এমনকী আগুনও ধরিয়ে দেওয়া হয়েছে বহু গাড়িতে। গোটা ঘটনায় পেছনে বিজেপিরই ইন্ধন বলে দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।
তবে গতকাল যা ঘটেছে শুক্রবার জুম্মার নমাজের (Friday Namaz) পর তার পাল্টা যাতে কিছু না হয় সেই নিয়ে সংখ্যালঘুদের উদ্দেশে আবেদন জানালেন তৃণমূল সুপ্রিমো। শুক্রবার এক সাক্ষাৎকারে মমতা বলেন, ‘‘শুনেছি হাওড়ার মুসলমানরা শুক্রবারের নামাজের পর কালকের ঘটনার প্রতিবাদ করার পরিকল্পনা করেছেন। আমি অনুরোধ করব, আপনারা এটা করবেন না। প্রতিবাদের ভাষাটা আমার উপর ছাড়ুন। প্রতিরোধটা আমি করব।”
সংখ্যালঘুদের সম্প্রদায়ের প্ৰতি আবেদন করে মুখ্যমন্ত্রী বলেন, “আমি জানি ওখানে ওদের মধ্যে ক্ষোভ রয়েছে। কিন্তু আপনারা শান্ত থাকুন। আমি দেখছি”। এরপর গেরুয়া বাহিনীর ওপর তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, “হাওড়ায় হিন্দুরা হামলা করেনি। যারা করেছে তারা সব ক্রিমিনাল। বিজেপি আর ওদের ওই বজরং দল, হিন্দু মহসভা কীসব মাথামুন্ডু আছে, তারা এটা করেছে”।
শুধু তাই নয়, প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বলেন, “কখনও দেখেছেন বন্দুক নিয়ে ধর্মীয় মিছিল হয়? ধর্ম শান্তির কথা বলে, মানবিকতার কথা বলে। আর কালকে বন্দুক, ছোরা, তরোয়াল, বুলডোজার—সব নিয়ে মিছিল করেছে”। প্রসঙ্গত, গতকালের ঘটনায় দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ইতিমধ্যেই ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি
গতকালের ঘটনার পর যথেষ্টই উত্তপ্ত এলাকার পরিস্থিতি। এই সময় ফের নতুন করে যাতে অশান্তি না হয় সেই নিয়েই এদিন সকলকে সতর্ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয় পুলিশের যে অংশের ব্যর্থতার জন্য হাওড়ার হামলার ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী।