অরিজিৎ, রশ্মিকাদের মঞ্চ মাতানোর পরে ধোনিকে টসে হারিয়ে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিলেন হার্দিক

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ধুমধাম করে সম্পন্ন হল আইপিএলের (IPL 2023) উদ্বোধনী অনুষ্ঠান। মঞ্চ মাতিয়ে দিলেন অরিজিৎ সিং, তামান্না ভাটিয়া ও রশ্মিকা মান্ধানা। জনপ্রিয় কবিরা, কেশরিয়া এবং ‘ঝুমে জো পাঠান’ গান গেয়ে উপস্থিত ১ লক্ষ দর্শককে ভিন্ন ভিন্ন স্বাদের আবেগ উপহার দিলেন অরিজিৎ। এরপর তামান্নার নাচের পর অস্কারজয়ী মৌলিক গান নাটকের দর্শকদের মাতিয়ে দিয়েছিলেন রশ্মিকা।

এরপর বিসিসিআই সভাপতি রজার বিনি, সচিব জয় শাহ এবং কোষাধ্যক্ষ অরুন ধূমলের উপস্থিতিতে আজকের দুই দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি এবং হার্দিক পান্ডিয়া সকলের সামনে উপস্থিত হন এবং পারফর্মারদের সঙ্গে দেখা করেন। এরপর উপস্থিত হয় টসের সময়।

টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে হোম টিমের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। প্রসঙ্গত আহমেদাবাদের সাধারণত দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দলের জয়ের সম্ভাবনা বেশি থাকে।

সম্পর্কিত খবর

X