বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আইপিএল ২০২৩-এর (IPL 2023) প্রথম ম্যাচ একাধিক কারণে স্মরণীয় হয়ে থাকে। রুতুরাজ গায়কোয়াড, শুভমান গিলের অসাধারণ ব্যাটিং, ঋদ্ধিমান সাহার অসাধারণ কিপিং, রশিদ খান ও মহম্মদ শামির অসাধারণ বোলিং, ধোনির বুড়ো হাড়ের ভেলকি, প্রথমবার আইপিএলে ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম ব্যবহার, নো বল পাওয়ার জন্য গুজরাট টাইটান্সের ব্যবহার করা রিভিউ, সব মিলিয়ে একাধিক মনে রাখার মতো ব্যাপার রয়েছে গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচটিতে।
কিন্তু এই সবকিছুর মধ্যে মন কেড়ে নিলেন অরিজিৎ সিং (Arijit Singh)। গতকাল রশ্মিকা মান্ধানা এবং তামান্না ভাটিয়ার পারফরম্যান্সকে ছাপিয়ে গিয়েছে অরিজিৎ-এর গলা। যেভাবে তিনি ‘দেবা দেবা’, কেশরিয়ার মতো গানগুলি গেয়ে দর্শকদের আনন্দ দিয়েছেন তা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। তার পারফরম্যান্স চলাকালীন গোটা গ্যালারি যেন এক সুরে আন্দোলিত হচ্ছিল এবং মহেন্দ্র সিং ধোনি ও হার্দিক পান্ডিয়াও তার গান শুনে মুগ্ধ হয়ে গেছিলেন।
কিন্তু এরপর একটি কাজ করে মন জিতে নেন অরিজিৎ। মহেন্দ্র সিংহ ধোনি যখন উদ্বোধনী অনুষ্ঠানের পরে পারফর্মারদের সঙ্গে দেখা করতে এবং আইপিএল ট্রফির সঙ্গে ফটো তুলতে স্টেজে এসেছিলেন তখন তিনি অরিজিৎ-এর সঙ্গেও দেখা করেন। ভারতকে বিশ্বকাপ জেতানো এবং সিএসকেকে চারবার আইপিএল জেতানো অধিনায়ক সামনে আসতেই তারকা গায়ক শ্রদ্ধায় মাথা নত করে ধোনির পা ছুঁয়ে তাকে প্রণাম করেন। এই ভিডিওটি সামনে আসা মাত্র ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে নিজে একজন কিংবদন্তি পর্যায়ে পৌঁছে যাওয়া গায়কে পরিণত হয়েও কেন প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে দেখা হওয়ার পর তার পা ছুঁয়ে প্রণাম করলেন অরিজিৎ। ভেবে দেখলে অরিজিৎ-এর বয়স ধোনির চেয়ে খুব কমও হবে না। তাও কেন ধোনিকে এতটা সম্মান দিলেন তিনি?
এর উত্তর একটাই। সেটা হলো অরিজিৎ সিং সবসময় মাটিতে পা রেখে চলতে পছন্দ করেন এবং অত্যন্ত হলেও প্রোফাইল জীবন যাপন করেন। নিজেকে কখনোই একজন বিশেষ সেলিব্রিটি হিসেবে দেখেন না তিনি। লোকাল ট্রেনেও তার সঙ্গে আপনার দেখা হয়ে যেতে পারে যেখানে তিনি অত্যন্ত স্বাভাবিকভাবে বাকিদের মতোই জেনারেল কামরায় বসে নিজের কাজ সেরে জিয়াগঞ্জে ফিরে থাকেন। তিনি যতটা স্বাভাবিক এবং লো প্রোফাইল জীবন যাপন করেন তা অন্য কোন সেলিব্রেটির পক্ষে অসম্ভবেরই সামিল।