বাংলা হান্ট নিউজ ডেস্ক: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) অধিনায়ক ফ্যাফ দু প্লেসিস (Faf du Plessis) দলের প্রথম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2023) ম্যাচের আগে একটি মারাত্মক মন্তব্য করে মন ভেঙে দিয়েছেন আরসিবি ভক্তদের। রবিবার, ২রা এপ্রিল, বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মরশুমে নিজেদের প্রথম ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের (MI) মুখোমুখি হবেন বিরাট কোহলিরা (Virat Kohli)। ভক্তরাও অত্যন্ত আশা নিয়ে অপেক্ষা করছেন যে কবে তাদের ট্রফি জয়ের স্বপ্ন সত্যি হবে।
এর আগে একটি মিডিয়া ইভেন্টে, দু প্লেসিস এবং প্রাক্তন আরসিবি অধিনায়ক বিরাট কোহলিকে একসঙ্গে বসে সমর্থকদের কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন। এবারের মরশুমে দলের লক্ষ্য কি সেই নিয়ে যখন প্রশ্ন করা হয়েছিল তখন দক্ষিণ আফ্রিকান তারকা আরসিবি ভক্তদের স্লোগান, ‘ই সালা কাপ নামদে’ অর্থাৎ ‘এই বছর কাপ আমাদের’ বলার চেষ্টা করেছিলেন। কিন্তু হিন্দি না জানার কারণে ভুল করে দু প্লেসিস বলে ফেলেছিলেন ‘ই সালা কাপ নাহি’।
Faf Du Plessis by mistake says “Ee Sala Cup Nahi”. pic.twitter.com/mhyR7Dd1hI
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 1, 2023
এই মন্তব্যটি করার পরেই বিরাট কোহলি হেসে তাকে জড়িয়ে ধরেন। তার কাছে এ বিষয়টি মজার হলেও আরসিবি ভক্তরা এই দেখে আবারও চিন্তিত হয়ে পড়েছেন। এমনিতেই ১৫ বছরে একবারও ট্রফি জিততে না পারার কারণে তাদেরকে যথেষ্ট ব্যাঙ্গ সহ্য করতে হয়। তার ওপর তাদের নিজেদের অধিনায়ক এমন কথা বলছেন যার থেকে মনে হয় যেন এবারও কাপ তারা জিতবেন না। বলাই বাহুল্য বিপক্ষ দলের ভক্তরা ইতিমধ্যেই এই নিয়ে আরসিবিকে ফের ব্যঙ্গ করতে শুরু করে দিয়েছেন।
প্রসঙ্গত এই টুর্নামেন্টে নিজেদের অভিযান শুরু করার আগে ওই ইভেন্টে দু প্লেসিস আরও বলেছেন “আমি মনে করি দল হিসেবে আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং আমরা মাঠে নামার জন্য প্রস্তুত। একজন খেলোয়াড়ের দৃষ্টিকোণ থেকে আমি আপনাকে একটি জিনিস প্রতিশ্রুতি দিতে পারি তা হল আমরা শেষ অবধি লড়াই করবো।”
গত বছর বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক হিসেবে দায়িত্ব ছাড়ার পর দু প্লেসিস ওই ফ্র্যাঞ্চাইজি-তে যুক্ত হওয়া মাত্রই অধিনায়কের দায়িত্বে চলে আসেন। গত মরশুমে তিনিই ছিলেন দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। এই মরশুমেও ব্যাট হাতে এবং অধিনায়কত্ব দিয়ে দলকে যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করবেন তিনি।