‘হনুমানজির মতো কঠোর ভাবে শত্রুকে বধ করুন!’, হনুমান জয়ন্তী ও BJP-র প্রতিষ্ঠা দিবসে নমোর বার্তা

বাংলা হান্ট ডেস্ক : আজ হনুমান জয়ন্তী (Hanuman Jayanti)। আবার আজই বিজেপির প্রতিষ্ঠা দিবস। তাই এই দিনটা ভারতীয় জনতা পার্টির (BJP) জন্য বেশ উল্লেখযোগ্য। ঘটনাচক্রে মিলে গিয়েছে দু’টি দিন। আর এই দিনেই দলের কর্মী-সমর্থকদের জন্য ভোকাল টনিক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আজ বৃহস্পতিবার মোদি দলের নেতা-কর্মীদের পবনপুত্র হনুমানের মতো কঠোর হাতে রাক্ষস দমনের আবেদন জানালেন!

আজ বৃহস্পতিবার সংসদের বালাযোগী প্রেক্ষাগৃহে বিজেপির প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে দলের সভাপতি জেপি নড্ডা-সহ সব প্রথম সারির নেতা হাজির ছিলেন। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বিজেপি নেতা-কর্মীদের উদ্দেশে মোদির বক্তৃতা শোনার বন্দোবস্ত। এই বক্তৃতাতেই হনুমানের রামভক্তির পাশাপাশি, ‘লঙ্কাকাণ্ডের’ উদাহরণও তুলে ধরেন নমো।

modi 2

তিনি বলেন, ‘রাক্ষসদের মোকাবিলার ক্ষেত্রে হনুমান যেমন কঠোরতা দেখিয়েছিলেন, আপনাদেরও সেই মানসিক প্রস্তুতি রাখতে হবে। ভারতমাতাকে মুক্ত করতে হবে।’ লোকসভা নির্বাচনের আগে তাঁর এই মন্তব্য মেরুকরণের রাজনীতি বলেই দাবি বিরোধী দলের।

এদিন মোদি আরও বলেন, ‘এখানেই থেমে গেলে হবে না। আমাদের আরও এগিয়ে যেতে হবে। বড় স্বপ্ন দেখা আর সেই স্বপ্নপূরণের ক্ষমতা আপনাদের রয়েছে।’ ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী বলেন, ‘২০১৪ সালে ইতিহাস গড়েছিলেন দেশবাসী। সেই ধারাবাহিকতা আমাদের ধরে রাখতে হবে।’

মোদি দাবি করেন, ‘২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে কেউ হারাতে পারবে না। কিন্তু আমাদের দেশের প্রতিটি নাগরিকের হৃদয় জয় করতে হবে।’ দলের প্রতিষ্ঠা দিবসেও মোদি আক্রমণ করেন ‘কংগ্রেসের পরিবারতন্ত্র’কে। প্রধানমন্ত্রীর বক্তব্য, ‘১৯৪৭ সালে ব্রিটিশ ভারত ছাড়লেও ওদের গোলামির মানসিকতার ইতি হয়নি।’ কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাশাপাশি ‘বাদশাহি’ মানসিকতা এবং মানুষের সমস্যা উপেক্ষা করার অভিযোগও তোলেন মোদি।

Sudipto

সম্পর্কিত খবর