বাংলা হান্ট ডেস্ক: যাতায়াতের সুবিধার্থে এবার শহর কলকাতায় (Kolkata) তৈরি হচ্ছে একটি নতুন স্কাইওয়াক (Skywalk)। ইতিমধ্যেই এই স্কাইওয়াক সংক্রান্ত বিস্তারিত তথ্য সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, EM বাইপাসে রুবি ক্রসিংয়ে তৈরি হতে চলেছে এই স্কাইওয়াকটি। বৃত্তাকার এই স্কাইওয়াকটি অনেকটা বিশ্ব বাংলা গেটের ধাঁচে গড়ে তোলা হবে বলেও জানা গিয়েছে। যদিও, এটির উচ্চতা অনেকটাই কম হবে। পাশাপাশি, এটি একটি ফুট ওভারব্রিজ হিসেবেই তৈরি করা হবে।
প্রায় ৭৫ মিটার ব্যাসার্ধের এই বৃত্তাকার রাস্তার মাধ্যমে পথচারীদের চলাচলে সুবিধা হবে। এমতাবস্থায়, এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫০ কোটি টাকা। মাটি থেকে প্রায় ২০ ফুট উপরে, নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো লাইনের ভায়াডাক্টের নিচেই থাকবে এই স্কাইওয়াকটি। জানা গিয়েছে, KMDA-র তরফে এই নির্মাণের তদারকি করা হবে।
এদিকে এই স্কাইওয়াকের কাঠামোর কাজ শুরু করার আগে প্রথমে ভূগর্ভস্থ পাইপ এবং তার ইত্যাদি সরানোর কাজ করতে হবে। এছাড়াও, স্কাইওয়াকের পিয়ার তৈরি করার জন্য পাইলিংয়ের কাজও রয়েছে। পাশাপাশি, সরাতে হবে KMC-র জলের পাইপলাইন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, স্কাইওয়াকে মোট চারটি অ্যাক্সেস পয়েন্ট থাকার পাশাপাশি, পথচারীদের সুবিধার কথা মাথায় রেখে সিঁড়ি ছাড়াও, তিনটি লিফট এবং আটটি এসকেলেটর থাকবে।
এছাড়াও, ক্রসিংয়ের উত্তরে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনের সঙ্গে ওয়াকওয়ে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই এই প্রকল্পের দরপত্রের ডাক দেওয়ার বিষয়টিতে নজর দেওয়া হচ্ছে। মূলত, বরাতপ্রাপ্ত সংস্থা এই স্কাইওয়াকের কাঠামো তৈরি করার পাশাপাশি তা ২০ থেকে ৩০ বছর ধরে রক্ষণাবেক্ষণ করবে। এছাড়াও, বিজ্ঞাপনের মাধ্যমে আয় করার অধিকারও মিলবে।
এই প্রসঙ্গে এক KMDA আধিকারিক জানিয়েছেন, “এই স্কাইওয়াকের ফলে নিত্যযাত্রীদের অত্যন্ত সুবিধা হবে। পাশাপাশি, রাস্তা পারাপারের সময়ে যানজট এবং দুর্ঘটনার সম্ভাবনাও কমবে। পথচারীদের সুবিধার্থে প্রতি দিক থেকেই আসা-যাওয়ার সুবিধা রাখা হয়েছে।” যদিও, অনেকেই আবার মেট্রো স্টেশনের ঠিক পাশেই এহেন কাঠামোর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁরা দাবি করেছেন, ইতিমধ্যেই সেখানে এক ফুটপাথ থেকে অন্য ফুটপাথ পর্যন্ত একটি ক্রসওভার পয়েন্ট রয়েছে। তাই, এমন বিশাল স্কাইওয়াক তৈরি করার কোনো যৌক্তিকতা নেই।