নাইটদের কাছে হেরে IPL-এ সবচেয়ে বেশি হারা ৫ দলের মধ্যে ৩ নম্বরে কোহলিরা! KKR-ও আছে তালিকায়

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ জমে উঠেছে আইপিএল ২০২৩ (IPL 2023)। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬ তম সংস্করণ রোজই বেশ কিছু চমক উপহার দিচ্ছে ক্রিকেট প্রেমীদের। তিন বছর পর সম্পূর্ণ স্বাভাবিকভাবে আয়োজিত হওয়ায় ভক্তরা মাঠে গিয়ে ফের আগের মত আনন্দ করতে পারছেন। সেই সঙ্গে একগুচ্ছ নতুন নিয়ম, সম্প্রচারে অভিনবত্ব সবমিলিয়ে বেশ জমে উঠেছে মিলিয়ন ডলার লিগ।

এই লিগে রোজই কিছু রেকর্ড তৈরি হচ্ছে। গতকাল অর্থাৎ ৬ ই এপ্রিল ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের কাছে লজ্জাজনকভাবে হারের পর রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একটি লজ্জার রেকর্ডের দিকে আরও এগিয়ে গেছে। আমরা আজ এই প্রতিবেদনে আলোচনা করতে চলেছি আইপিএলের সর্বাধিক ম্যাচ হারা দলগুলির সম্পর্কে আর এই তালিকায় গতকাল হারের পর বেশ ওপরে উঠে এসেছে আরসিবি।

mumbai indians

মুম্বাই ইন্ডিয়ান্স: তারা আইপিএলের সবচেয়ে সফল দল। কিন্তু গত দুই মরশুম ধরে একেবারেই ভালো ফর্মে নেই রোহিত শর্মার বাহিনী। আইপিএল সবচেয়ে বেশি ম্যাচ হারার তালিকায় ৫ নম্বরে আছে তারা। এই টুর্নামেন্টে তারা হারের মুখ দেখেছে ৯৮ বার।

Kolkata Knight Riders 5

কলকাতা নাইট রাইডার্স: আইপিএলে দুবার চ্যাম্পিয়ন হলেও কলকাতা নাইট রাইডার্সের সামগ্রিক রেকর্ড খুব একটা উন্নত নয়। গৌতম গম্ভীর এর নেতৃত্বের বছরগুলি বাদ দিলে তাদের সাফল্য বলতে একবার ফাইনালে ওঠা। এই তালিকায় তারা চতুর্থ স্থানে রয়েছে ১০৬ টি ম্যাচ হেরে।

Virat Kohli with RCB Teammates @twitter

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: আইপিএলের সবচেয়ে জনপ্রিয় দল যারা ট্রফি জিততে পারেনি এখনো পর্যন্ত। জনপ্রিয়তার কোন অভাব না থাকলেও টিমে ধারাবাহিকতার মারাত্মক অভাব রয়েছে। এখনো পর্যন্ত আইপিএলে মোট ১১৩টি ম্যাচ হেরেছে তারা, যা এই টুর্নামেন্টের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ।

punjab kings 1

পাঞ্জাব কিংস: প্রীতি জিন্টার দল আইপিএল এর সবচেয়ে ব্যর্থ দল গুলোর মধ্যে একটি। ২০১৪ সালে ফাইনালে ওঠার পর থেকে তাদের পারফরম্যান্সের গ্রাফ ক্রমাগত নিম্নমুখী। এই তালিকায় তারা দ্বিতীয় স্থানে রয়েছে মোট ১১৬ টি ম্যাচ হেরে।

rajasthan royals 1

রাজস্থান রয়্যালস: আইপিএলের প্রথম সংস্করণ জয়ের পর থেকে রাজস্থান রয়্যালস আর উল্লেখযোগ্য বা মনে রাখার মতো কিছুই করতে পারেনি। অধিনায়ক, ক্রিকেটার, কোচ সমস্ত কিছুতে বদল ঘটলেও তাদের পরিস্থিতির উন্নতি হয়নি এবং এই তালিকায় তারা শীর্ষে রয়েছে ১১৮ টি ম্যাচ হেরে।


Reetabrata Deb

সম্পর্কিত খবর