বাংলা হান্ট ডেস্কঃ নববর্ষে আগেই নয়া উপহারে সেজে উঠেছে তিলোত্তমা। গতকাল আরও এক নতুন প্রেক্ষাগৃহের উদ্বোধন হল শহর কলকাতায়। ৪৪০ কোটি টাকা ব্যয়ে তৈরী এই অডিটোরিয়ামের উদ্বোধন করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। আর এবার সদ্য উদ্বোধন হওয়ার ধনধান্য অডিটোরিয়াম নিয়ে রাজ্য তথা মুখ্যমন্ত্রীকে বিঁধলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
প্রসঙ্গত, এদিন সকালে বিমানে চেপে আন্দামান যাচ্ছিলেন দিলীপ ঘোষ। তার আগেই কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরকার ও মুখ্যমন্ত্রীকে কার্যত তুলোধোনা করলেন বিজেপি সংসদ দিলীপ ঘোষ। বলেন, “মুখ্যমন্ত্রী ডিএ দিতে পারছেন না অথচ ৪৪০ কোটি টাকা ব্যয়ে অডিটোরিয়ামের উদ্বোধন করছেন। স্বাভাবিকভাবেই লোকের মনে প্রশ্ন উঠছে নানারকম। DA-র জন্য ধরনা চলছে আর এত কোটি টাকার বিল্ডিং তৈরি করার মানে কী?”
দিলীপবাবুর কথায়, “পশ্চিম বাংলায় অডিটোরিয়াম কম নেই। এত অডিটোরিয়াম থাকা সত্ত্বেও উনি প্যাণ্ডেল বেঁধে প্রশাসনিক বৈঠক করেন। আর এই অডিটোরিয়াম দেওয়া হয় না আমাদের প্রোগ্রাম করার জন্য। তাহলে কেন এত খরচ?”মুখ্যমন্ত্রীর গতকালের করা মন্তব্যকে নিয়ে খোঁচা দিতেও ছাড়েননি দিলীপ ঘোষ।
প্রসঙ্গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেন, “কেন্দ্রের কাছে ভিক্ষা চাইব না শাড়ির আঁচল পেতে ভিক্ষা চাইব।” এই মন্তব্যের পালটা মমতাকে একহাত নিয়ে দিলীপবাবু বলেন, “সকাল থেকে টাকা টাকা করেন কেন? আর কোনও কথা শুনি না ওনার মুখে। সকাল থেকেই টাকা, বিকেল হলেও টাকা, রাতেও টাকা! কেন্দ্রের কাছে ভিক্ষা না চেয়ে যদি আর্থিক দিক সামাল দেওয়া যায়, তাহলে কেন লোক রাস্তায় বসে আছে? আগে ডিএ আন্দোলনকারীদের দাবি পূরণ করে ওদের বাড়ি পাঠান।”