বাংলা হান্ট নিউজ ডেস্কঃ তিনি ইংল্যান্ডের জার্সিতে টেস্ট ক্রিকেটে সুপারহিট। পাকিস্তান বা নিউজিল্যান্ডের বিরুদ্ধে তার আগ্রাসী ব্যাটিং এখনও ক্রিকেট বিশ্বের মনে ছাপ ফেলে রেখেছে। মাত্র হাফ ডজন টেস্ট খেলে করে ফেলেছেন চারটি শতরান এবং তিনটি অর্ধশতরান। তাকে ইতিমধ্যেই অনেকে ভবিষ্যতের সুপারস্টার বলে চিহ্নিত করতে শুরু করে দিয়েছেন। এহেন হ্যারি ব্রুক-কে (Harry Brook) যখন আইপিএলের নিলামে (IPL Auction) ১৩ কোটি ২৫ লক্ষ টাকায় কিনে নিলো কাব্য মারানের সানরাইজার্স হায়দরাবাদ (SRH) তখন অনেকেরই চোখ কপালে উঠেছিল।
তিনি যে একজন প্রতিভাবান ক্রিকেটার সেটা নিয়ে সন্দেহ ছিল না। কিন্তু অনেকের মনে প্রশ্ন ছিল যে উপমহাদেশের উইকেটে সঠিকভাবে পরীক্ষিত না হওয়া ব্যাটারের পেছনে এত বড় অঙ্কের টাকা খরচ করা কি ঠিক হচ্ছে! টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে যখন তিনি ব্যাট হাতে সম্পূর্ণ ব্যর্থ হন তখন সেই প্রশ্ন আরও জোরালো হয়। স্পিনের বিরুদ্ধে তার দুর্বলতা বেশ স্পষ্ট ছিল। তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানানরকম ট্রোল, মিমস ও চলতে থাকে।
এইসব বিষয়ের ওপরই নজর ছিল ইংল্যান্ড তারকার। তাই কাল অসাধারণ ব্যাটিং করে যখন তিনি ২০২৩ সালের আইপিএলে শতরান করা প্রথম ক্রিকেটারে পরিণত হন তখন তিনি এই অনুভূতিগুলোকে চেপে রাখতে পারেননি। তিনি জানিয়েছেন আইপিএল শুরু হওয়ার পর থেকে তাকে অনেক কটু কথা শুনতে হয়েছিল ভক্তদের কাছ থেকে। তারাই হয়তো এখন তাকে ভালোভাবে শুভেচ্ছা জানাবেন। তিনি অবশ্য সেসব কোনও বিষয়ের উপরই বেশি গুরুত্ব দেননি। কিভাবে ওই কঠিন পরিস্থিতির মোকাবিলা করেছেন সেটাও জানিয়েছেন ব্রুক।
তিনি জানিয়েছেন যে এই প্রজন্মের সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (Cristiano Ronaldo) অনুসরণ করেছেন তিনি এই ক্ষেত্রে। পর্তুগিজ মহাতারকার গোটা কেরিয়ারটাই কেটেছে ঘৃণা ও কুমন্তব্য সহ্য করে। শুধুমাত্র ফুটবল দর্শকদের একটা বড় অংশই নয়, তার সমসাময়িক অনেক ফুটবলারও প্রকাশ্যে তার বিরুদ্ধে খুব প্রকাশ করেছেন এবং কুমন্তব্য করেছেন একাধিকবার। কিন্তু রোনাল্ডো কোনদিনও সেই সব মন্তব্যের জন্য পিছিয়ে পড়েননি বরং বারবার করে তার নিন্দুকদের ভুল প্রমাণ করেছেন। একমাত্র ফুটবলার হিসেবে টানা তিনটি ইপিএল এবং টানা তিনবার ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেতাব অর্জন করে ক্লাব ফুটবলের জগতে অমরত্ব অর্জন করেছেন। যে পর্তুগাল তাদের প্রায় ১০০ বছরের ইতিহাসে কোন ট্রফি জয় করতে পারেনি, সেই দেশকে তিনি নিজের অধিনায়কত্বে সামনে থেকে নেতৃত্ব দিয়ে এবং অসাধারণ পারফরম্যান্স করে দুটি ট্রফি জিততে সাহায্য করেছেন।
খুব স্বাভাবিকভাবেই শুধু হ্যারি ব্রুক নয় যে কোনও জীবন যুদ্ধে কিছুটা পিছিয়ে পড়া ক্রিকেটার বা মানুষের পক্ষে রোনাল্ডোকে অনুসরণ করাটা খুবই স্বাভাবিক ব্যাপার। ব্রুক আরও জানিয়েছিলেন যে তিন ম্যাচে টানা তিনি ব্যর্থ হওয়ার পর তার পরিবার কলকাতার বিরুদ্ধে ম্যাচের আগে দেশে ফিরে গিয়েছেন এবং শুধু তার বান্ধবীই এই মুহূর্তে তার সাথে ভারতে রয়েছেন। তারা দেশে ফিরতেই তিনি শতরান পেয়েছেন।