পঞ্চায়েতের আগে অভিনব কর্মসূচী নিয়ে হাজির অভিষেক, ইদের পরই নামছেন ময়দানে

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি ঠিকই। তবে আটঘাট বেঁধে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। চলছে পায়ের তলার মাটি শক্ত করার প্রস্তুতি। পাখির চোখ ২৩ পঞ্চায়েত নির্বাচন। শাসক থেকে শুরু করে বিরোধী, রাজ্যের বিভিন্ন জায়গায় সভা নিয়ে মেতে উঠেছে সকলে। এরই মধ্যে এক অভিনব কর্মসূচী নিয়ে হাজির তৃণমূলের (Trinamool Congress) যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

ভোট পূর্বে ইতিমধ্যেই কোচবিহার, বাঁকুড়া সহ বিভিন্ন জায়গায় সভা করেছেন অভিষেক। তবে আর বড়বড় সভা নয়, প্রত্যন্ত গ্রামে গিয়ে এবার পঞ্চায়েতের আগে প্রচারে ঝাঁপাতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইদের পরই রাজ্য জুড়ে প্রচারে নামছেন তিনি। জানা গিয়েছে, পাহাড় থেকে শুরু করে সমতল সব জায়গাতেই টানা প্রচারে থাকবেন নেতা। তৃণমূল সূত্রে খবর, গোটা বাংলা জুড়ে এই কর্মসূচী চালাতে ২০ থেকে ২৫ দিনের একটি কর্মসূচী নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, রাজ্যের প্রত্যেকটি প্রত্যন্ত গ্রামে পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে মানুষের অভাব-অভিযোগের কথা শুনবেন তিনি। শুধু তাই নয়, পঞ্চায়েতে কারা প্রার্থী হচ্ছেন, বুথের কী হাল এই সবটাই খতিয়ে দেখবেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ডো।

abhishek 3

তৃণমূল সূত্রে খবর, এই মাসে অভিষেকের কয়েকটি সভা কর্মসূচী থাকলেও আপাতত প্রচন্ড গরমের জন্য সেগুলি স্থগিত রাখা হয়েছে। এর পরিবর্তে টানা ২০-২৫ দিনের কর্মসূচী নিয়ে বেরোবেন অভিষেক। জানা গিয়েছে এই কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন প্রকল্পের সুবিধার কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাছাকাছি কেন্দ্রীয় বঞ্চনার কথা তুলে ধরবেন তিনি। পঞ্চায়েতের আগে গ্রামে-গ্রামে গিয়ে প্রচারের অভিনব কৌশল তৃণমূলের ভোটব্যাংকে বেশ প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর