বাংলাহান্ট ডেস্ক : মৌসম ভবন অনেক আগেই পূর্বাভাস দিয়েছিল যে এই বছরের গরম ভেঙে দিতে পারে অতীতের সব রেকর্ড। স্বাভাবিকের থেকে তাপমাত্রার পারদ গোটা দেশেই এই বছর বেশি থাকবে। গত কয়েক দিনের দাবদাহ সেই কথা মিলিয়ে দিয়েছে। ভয়ংকর এই গরমের মধ্যেই নতুন বিশ্ব রেকর্ড গড়ে ফেলল বাংলা (West Bengal)।
বাঁকুড়া (Bankura) হয়ে উঠল বিশ্বের সপ্তম উষ্ণতম শহর। গত ২৪ ঘন্টায় আবহাওয়ার নিরিখে বাঁকুড়া স্থান পেয়েছে বিশ্বের উষ্ণতম শহরের সপ্তম স্থানে। বৃহস্পতিবার এই তালিকা প্রকাশ করেছে এলডোরাডো ওয়েদার ওয়েবসাইট। বাঁকুড়া শহরে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.১ ডিগ্রি সেলসিয়াস। ভারতের বেশ কয়েকটি শহর এই তালিকায় স্থান পেয়েছে।
মায়ানমারের চাউক এবং নিয়াউং রয়েছে প্রথম দুটি স্থানে। এই দুই জায়গায় গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস। নাইজেরিয়ার মাইনে সোরাও তালিকায় রয়েছে তৃতীয় স্থানে। ভারতের এলাহাবাদ ও বারিপোদা রয়েছে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে। এই তালিকার সপ্তম স্থান দখল করেছে পশ্চিমবঙ্গের বাঁকুড়া।
বাঁকুড়ার এবছরের তাপমাত্রা ছাপিয়ে গিয়েছে গত বছরের সর্বোচ্চ তাপমাত্রাকেও। ৪৩.৯ ডিগ্রী সর্বোচ্চ তাপমাত্রা গত বছর রেকর্ড করা হয়েছিল বাঁকুড়ায়। এই বছর তা ছাপিয়ে গিয়ে হয়েছে ৪৪.১ ডিগ্রী সেলসিয়াস। ঝাড়গ্রামে গতকাল তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রী সেলসিয়াস। ফলে, প্রখর দাবদাহে যে বাঁকুড়াবাসীর প্রাণ ওষ্ঠাগত হয়ে যাচ্ছে তা বলাই বাহুল্য।
বঙ্গে মাত্রাতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধি নিয়ে চর্চা তুঙ্গে ঠিক তখনই আরোও আশঙ্কার কথা শোনাচ্ছেন পরিবেশবিদরা। তাদের মতে ভারতের ৯০ শতাংশ অঞ্চল পরিণত হয়েছে চরম উষ্ণাঞ্চলে। এর প্রভাব দেশের অর্থনীতিতে পড়বে ভবিষ্যতে। উষ্ণায়নের কারণে ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠবে প্রকৃতি। মনে করা হচ্ছে আগামী কয়েক বছরের মধ্যে হাতের বাইরে চলে যাবে পরিস্থিতি।