সূর্যগ্রহণের ফলে কিভাবে প্রভাবিত হবে ১২ টি রাশি? কারই বা খুলবে ভাগ্য? জেনে নিন বিস্তারিত

বাংলা হান্ট ডেস্ক: ২০ এপ্রিল ২০২৩, বৃহস্পতিবার, সম্পন্ন হল চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ (Solar Eclipse)। এই সূর্যগ্রহণের ফলে সাতটি রাশির ওপর ভালো প্রভাব পড়তে চলেছে। অর্থাৎ এতদিন যে সাতটি রাশির তুলনামূলক খারাপ সময় যাচ্ছিল তাদের সেই অবস্থার পরিবর্তন হবে। ১০০ বছর পরে এইরকম সূর্যগ্রহণ সম্পন্ন হচ্ছে। উল্লেখ্য যে, সূর্যগ্রহণ হয় প্রধানত তিন ধরণের। যেগুলি হল আংশিক সূর্যগ্রহণ, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এবং বলয়গ্রাস সূর্যগ্রহণ। এই বছর যে সূর্যগ্রহণটি হচ্ছে সেটি খুবই শক্তিশালী। কারণ এটি আংশিক, পূর্ণ এবং বলয়গ্রাস তিনটির সংমিশ্রণ হচ্ছে। তবে, এটি ভারতবর্ষ থেকে দেখা না গেলেও এই গ্রহণের প্রভাব কিন্তু ভারতে পড়বে। এমতাবস্থায় চলুন জেনে নিই এই গ্রহণের ফলে আদৌ কোনো সুতক বা পাতক কাল আছে কি না এই বিষয়ে।

উল্লেখ্য যে, ভারতবর্ষে এই গ্রহণটি দৃশ্যমান হচ্ছে না। সুতরাং প্রত্যক্ষভাবে কোনো নিয়ম মেনে চলার বিষয়টি না থাকলেও মনে রাখতে হবে যে ভারতবর্ষের অধিবাসীদের জন্ম রাশি অনুযায়ী গ্রহণের প্রভাব কিন্তু পড়বে। ভারতীয় সময় অনুসারে সকাল ৭ টা ৪ মিনিট থেকে শুরু করে দুপুর ১২ টা ২৯ মিনিট পর্যন্ত এই গ্রহণ চলবে। অর্থাৎ এই সূর্যগ্রহণ সব মিলিয়ে ৫ ঘন্টা ২৪ মিনিট পর্যন্ত চলবে। পাশাপাশি, এটি অস্ট্রেলিয়া , নিউজিল্যান্ড , ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, চিন, আমেরিকা, জাপান, মালয়েশিয়া ও থাইল্যান্ডে দৃশ্যমান হবে।

এদিকে, যেহেতু ভারতবর্ষের উপর এই গ্রহণের তেমন কোনো প্রভাব পড়বে না সুতরাং গর্ভবতী মহিলাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। তবে, গ্রহদের গোচারের কারণে এবং গ্রহণের কারণেও প্রত্যেকটি রাশির উপর এটির প্রভাব পড়ে। সুতরাং ভারতবর্ষে বসবাসকারী সমস্ত জাতক-জাতিকাদের রাশির ওপর এই গ্রহণের মিশ্র প্রভাব আগামী ৪০ দিনের মধ্যে পড়বে।

প্রথমেই বলি বৈশাখ মাসে মেষ রাশিতে এই গ্রহণ লাগছে। এর ফলে চিন বা জাপানে বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, আমেরিকায় কোনো বড় ঝড়-ঝঞ্ঝা আসতে পারে। এছাড়াও, থাইল্যান্ডে কোনো ঝামেলা কিংবা অশান্তির সম্ভাবনা রয়েছে। তবে, গ্রহণ পৃথিবীর যেখানেই হোক না কেন প্রতিটি রাশির জাতক-জাতিকাদের উপর তার প্রভাব পড়ে বা পড়বে। এবার আসি রাশি ভিত্তিক আলোচনায়।

মেষ রাশি: গ্রহণ পরবর্তী ৪৫ দিন যাবৎ মেষ রাশির জাতক-জাতিকাদের শরীরের খেয়াল রাখতে হবে। কারণ এই সময়ে আপনাদের শারীরিক অসুস্থতার বৃদ্ধি ঘটবে। তবে, অর্থনৈতিক দিক থেকে সময়কালটি খুবই ভালো ফল দেবে। অর্থাৎ আপনার আটকে থাকা সমস্ত টাকার প্রাপ্তি ঘটবে। আপনার বাবার কেরিয়ারের ব্যাপারে বা কোনো ভালো কাজের প্রসঙ্গে কিংবা বাবার বিষয়ে কোনো সুসংবাদ পেতে পারেন।

বৃষ রাশি: বৃষ রাশির জাতক-জাতিকাদের গ্রহণ পরবর্তী ৪৫ দিন খুবই সুখকর এবং আনন্দময় কাটবে। এই সময়ে বৈবাহিক জীবন বা প্রেম অথবা দাম্পত্য জীবন সম্পর্কে কোনো সুসংবাদ আপনারা পাবেন। সর্বোপরি, এতদিন যাবৎ আপনি যে দুর্ভাগ্যের সম্মুখীন হয়েছিলেন সেটি এই গ্রহণের ফলে সৌভাগ্যে পরিণত হতে পারে।

মিথুন রাশি: মিথুন রাশির জন্য এই গ্রহণ মিশ্র ফলাফল দান করবে। গ্রহণ পরবর্তী প্রথম ৭ দিন মিথুন রাশির জন্য খুব চাপের হবে। গ্রহণ পরবর্তী এক সপ্তাহ স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় আপনি জর্জরিত হতে পারেন এবং অহেতুক ঝামেলা এবং ঝঞ্ঝাট ভোগ করতে হতে পারে। তারপরে আপনার পরিস্থিতি ক্রমশ ঠিক হবে। সুতরাং বোঝাই যাচ্ছে মিথুন রাশির জন্য এই গ্রহণ খুব একটা উপকারী নয়।

কর্কট রাশি: কর্কট রাশির জন্যেও এই গ্রহণ মিশ্র ফলাফল নিয়ে আসবে। আপনার যদি কোনো লম্বা সফরে যাওয়ার সম্ভাবনা থাকে সেটিকে বাতিল করে দেওয়াই ভালো। কারণ, যাত্রার ফলাফল খুব একটা শুভ হবে না। উপরন্তু আপনার কোনো দ্রব্য চুরি যেতে পারে। গ্রহণ পরবর্তী ১৫ দিন যাবৎ বাবা-মায়ের শরীর নিয়ে চিন্তাবৃদ্ধি ঘটবে। কাজের ক্ষেত্রে গ্রহণের ফলে আপনাদের অনেক উন্নতি ঘটবে। অর্থাৎ কেরিয়ারের জন্য এটা খুবই লাভজনক গ্রহণ হিসেবে বিবেচিত হবে।

সিংহ রাশি: ভূমি সংক্রান্ত কোনো প্রচেষ্টা আপনি এর মধ্যে করে থাকলে সেক্ষেত্রে আপনি লাভবান হবেন। যাঁরা ফ্ল্যাট বা বাড়ি ক্রয়-বিক্রয়ের চেষ্টা করছিলেন তাঁরা এই সময় খুব সুফল পাবেন। এছাড়াও সরকারি কোনো কাজকর্ম আপনাদের সফল হবে এবং নদী বা পাহাড়ে ঘুরতে যাওয়ার একটি যোগ তৈরি হচ্ছে। কর্মক্ষেত্রে পদ বা প্রমোশন সংক্রান্ত কোনো ভালো খবর আপনারা পাবেন এবং ভালো অর্থ প্রাপ্তি হবে ও দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে।

কন্যা রাশি: কন্যা রাশির জাতক-জাতিকাদের আগামী ৪৫ দিন গ্রহণ পরবর্তী সময়ে খুবই সাবধানে থাকতে হবে। কারণ, তাঁরা বিভিন্ন ঝামেলা এবং অশান্তির সম্মুখীন হতে পারেন। পাশাপাশি, সরকারি কোনো কাজে সমস্যায় পড়তে পারেন। গ্রহণ পরবর্তী ১৫ দিন প্রত্যেকটি কাজেই আপনাদের চিন্তা থাকবে। সুতরাং এই সূর্যগ্রহণটি কন্যা রাশির জন্য খুব একটা শুভ হবে না।

তুলা রাশি: তুলা রাশির জাতক-জাতিকারা গ্রহণের ফলে পরবর্তী ৪৫ দিন যাবৎ চাকরির ক্ষেত্রে খুব ভালো ফল পাবেন। পাশাপাশি, যাঁদের চাকরি নেই বা যাঁরা নতুন চাকরির জন্য চেষ্টা করেছেন তাঁদের চাকরি হয়ে যাওয়া সম্ভাবনা রয়েছে। যানবাহন বা ইলেকট্রনিক্স দ্রব্য কেনার সম্ভাবনা রয়েছে। প্রেম-প্রণয়ের ক্ষেত্রে শুভ সংবাদ আপনারা পাবেন। দূরে কোথাও ভ্রমণ বা হঠাৎ করে স্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এই গ্রহণটি তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য খুবই শুভ এবং উপকারী হিসেবে বিবেচিত হবে।

বৃশ্চিক রাশি: এই সূর্যগ্রহণ বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের মিশ্র ফলাফল দান করবে। এর ফলে পারিবারিক বিবাদ বাড়বে এবং শরীর-স্বাস্থ্যেও সমস্যা আসবে এবং গ্রহণ পরবর্তী সাতদিন পর থেকে অর্থনৈতিক দিক থেকেও সতর্ক থাকতে হবে।

ধনু রাশি: ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য এই গ্রহণটি খুবই শুভ। এই গ্রহণের ফলে আপনাদের ভূমি সংক্রান্ত যেকোনো রকম কাজ সফল হবে। এছাড়াও আপনাদের অর্থনৈতিক অবস্থা আরও শক্তিশালী হবে। পাশাপাশি, ভাগ্যেরও অদ্ভুত পরিবর্তন ঘটবে।

মকর রাশি: মকর রাশির জাতক-জাতিকাদের কেরিয়ারের ক্ষেত্রে খুবই শুভ ফল দান করবে এই গ্রহণটি। যাঁরা অফিসে কর্মরত রয়েছেন তাঁদের হঠাৎ করে বিদেশ যাত্রার যোগ তৈরি হবে। মকর রাশির প্রত্যেক জাতক-জাতিকাদের কেরিয়ারের জন্য গ্রহণটি লাভ এনে দেবে।

astroturf astrology a valued discipline 2021 08 22

কুম্ভ রাশি: এই গ্রহণের ফলে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের কোনো বড় সফরের সম্ভাবনা রয়েছে। এই সময় আপনারা প্রতিটি ক্ষেত্রেই ভালো ফলাফল পাবেন। ভাগ্য এই সময় অদ্ভুত ভাবে আপনাদের সহায়ক হবে। কেরিয়ারের ক্ষেত্রেও খুবই ভালো ফল পাওয়া যাবে। যাঁরা চাকুরিজীবি তাঁদের প্রমোশনের যোগ প্রবল। পাশাপাশি, আটকে থাকা সমস্ত কাজের সমাধান এবং আটকে থাকা টাকা আপনারা খুব সহজেই পেয়ে যাবেন।

মীন রাশি: সূর্যগ্রহণের ফলে মীন রাশির জাতক-জাতিকারা হঠাৎ করে প্রতিটি ক্ষেত্রে শুভ ফল পাবেন। কোনো ভালো কাজের সংবাদ পাবেন এই সময়। এছাড়াও অর্থনৈতিক ক্ষেত্রে খুব ভালো ফল পাবেন আপনারা।

শ্রী মলয় কৃষ্ণ গোস্বামী
বিশদ জানতে যোগাযোগ করুন:- ৮৬৯৭৭৭৬০০৮ এই নম্বরে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর