প্লে-অফের আগেই চমকে দিল KKR! দলে যুক্ত হবেন এই দুর্ধর্ষ প্লেয়ার, বেজায় খুশি গম্ভীর

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের IPL (Indian Premier League)-এ দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। শুধু তাই নয়, ১১ টি ম্যাচের মধ্যে ৮ টিতে জয়লাভ করে ১৬ পয়েন্টের ভিত্তিতে পয়েন্ট টেবিলে প্রথম স্থানে রয়েছে KKR। এমতাবস্থায়, প্লে-অফের লড়াইতে যে KKR পৌঁছে গেছে তা কার্যত স্পষ্ট। ঠিক এই আবহেই এবার একটি বড় তথ্য সামনে এসেছে।

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সমস্ত জল্পনা এবং দুশ্চিন্তার অবসান ঘটিয়ে KKR শিবিরে ফিরে আসছেন কলকাতার বিধ্বংসী ওপেনার। কিছুদিন আগেই তিনি দেশে ফিরে গেলেও ফের দলের সাথে যুক্ত হতে চলেছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য যে, T20 বিশ্বকাপের আগে ইংল্যান্ড তাদের খেলোয়াড়কে ডেকে নিচ্ছে। এমন পরিস্থিতিতে, KKR-এর আরেক বিধ্বংসী ওপেনার ফিল সল্টকে প্লে-অফের লড়াইতে হয়তো নাও পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে, সুনীল নারিনের সাথে ওপেনিংয়ে এবার মাঠে নামতে পারেন আফগানিস্তানের তারকা খেলোয়াড় রহমানুল্লাহ গুরবাজ।

This devastating player will join the KKR team.

মূলত, মায়ের অসুস্থতার কারণে তিনি বিরতি নিয়ে দেশে ফিরে গিয়েছিলেন। কিন্তু মঙ্গলবার জানা গিয়েছে যে তিনি ফের দলের সাথে যুক্ত হতে প্রস্তুত। গত ১ মে তিনি কাবুলের উদ্দেশ্যে রওনা হওয়ার পর পরবর্তী টুর্নামেন্টে তিনি আদৌ KKR শিবিরে যুক্ত হবেন কিনা তা নিয়ে শুরু হয়েছিল জল্পনা। পাশাপাশি, ফিল সল্ট দেশে ফিরে গেলে KKR-আর ওপেনিং জুটি নিয়েও তৈরি হয়েছিল সংশয়। তবে, গুরবাজের প্রত্যাবর্তনের সংবাদের নিঃসন্দেহে মিলেছে স্বস্তি।

আরও পড়ুন: IPL-এর মাঝেই এবার পাকিস্তানকে বড় ধাক্কা দেবে BCCI! মাস্টারপ্ল্যান তৈরি বোর্ডের

কি জানিয়েছেন গুরবাজ: জানা গিয়েছে যে, আগামী সপ্তাহেই তিনি কলকাতার দলে যোগ দেবেন। পাশাপাশি, এই বিষয়ে আফগান ওপেনার গুরবাজ সোশ্যাল মিডিয়াতেও একটি বার্তা দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, মায়ের অসুস্থতার কারণে IPL থেকে বিরতি নিলেও তিনি খুব শীঘ্রই KKR শিবিরে যোগ দেবেন। পাশাপাশি, এই খেলোয়াড় আরও বলেন, আপনাদের প্রার্থনা এবং বার্তার জন্য অনেক ধন্যবাদ। এছাড়াও তিনি জানান, তাঁর মা এখন অনেকটাই সুস্থ রয়েছেন।

আরও পড়ুন: খাওয়া-ঘুম থেকে শুরু করে অফিসের কাজ, ট্রেনেই জীবন কাটাচ্ছেন এই যুবক! কত হচ্ছে খরচ?

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এখনও পর্যন্ত চলতি মরশুমে কলকাতার হয়ে খেলার সুযোগ পাননি রহমানুল্লাহ গুরবাজ। মূলত, উইকেটকিপার-ব্যাটার ফিল সল্ট এবং সুনীল নারিনের দুরন্ত ওপেনিংয়ের কারণে গুরবাজ দলে সুযোগ পাননি। তবে, এবার তিনি KKR-এর হয়ে মাঠে নামতে পারেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর