অভিষেকের নাম ভাঙিয়ে কুন্তল তুলেছেন ৫০০ কোটি টাকা! বিস্ফোরক মন্তব্য তাপস মন্ডলের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : নিয়োগ দুর্নীতি মামলায় তাপস মন্ডল প্রথম থেকেই কুন্তল ঘোষকে (Kuntal Ghosh) নাটের গুরু বলে চিহ্নিত করে আসছেন। বলা বাহুল্য, একটা সময় ইডি Enforcement Directorate) অফিসে প্রায় প্রতিদিনই অজস্র ফাইল নিয়ে তাপস মন্ডল হাজির হতেন। এবার জাতীয় পুরস্কার পাওয়া বারাসাতের শিক্ষক তাপস এবার বিস্ফোরক মন্তব্য করলেন বৃহস্পতিবার।

তাপস মন্ডল (Tapas Mondal) আজ আলিপুরের বিশেষ সিবিআই আদালত চত্বরে বলেন, “আগে আমি শুনেছিলাম এটা ১০০ কোটির খেলা। কিন্তু এখন দেখছি এটা ৫০০ কোটির। কুন্তল অভিষেকের (Abhishek Banerjee) নাম করেছে টাকা তুলেছিল সেগুলো কাটছে হাওয়ালায়। টাকা খাটাচ্ছে জেলে বসে।”

এরপর সাংবাদিকরা তাপস মন্ডলকে জিজ্ঞেস করেন যে, কুন্তল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে যে চাপ দেওয়ার কথা বলছেন সেই বিষয়ে আপনার মত কি? এর জবাবে তাপস বাবু বলেন, “এসব নাটক। আপনারা জানেন না তো ওর নাটক! দেখতে থাকুন শুধু। এরকম আরো অনেক নাটক দেখতে পাবেন।”

kuntal tapas

যদিও তাপস মন্ডলের এই বক্তব্য শুনে কেউ কেউ মন্তব্য করছেন যে যার মত বক্তব্য ভাসিয়ে দিচ্ছেন। ইতিমধ্যেই তার বক্তব্যকে ঘিরে শুরু হয় তীব্র চাপানউতোর। এসবই করা হচ্ছে তদন্তের অভিমুখ ঘুরিয়ে দেওয়ার জন্য। এবার তাপস মন্ডল এর এই বক্তব্যের প্রেক্ষিতে ইডি নতুন করে কোনও পদক্ষেপ গ্রহণ করে কিনা সেই দিকেই তাকিয়ে সবাই।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X