বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ চলতি আইপিএলে (IPL 2023) নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলতে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে জেসন রয় (Jeson Roy) ও আন্দ্রে রাসেলের (Andre Russell) লড়াইয়ে ভর করে ১২৮ রানের টার্গেট সেট করেছিল কেকেআর। ডেভিড ওয়ার্নারের অর্ধশতরান এবং মনীশ পান্ডে ও অক্ষরের ব্যাটে ভর করে ৪ বল বাকি থাকতেই মরশুমের প্রথম জয় তুলে নিলো দিল্লি।
দিল্লি ক্যাপিটালসের এই জয়কে দলের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় নিজের প্রথম টেস্ট রানের সঙ্গে তুলনা করেছেন। নিজের পুরনো দলকে হারিয়ে তিনি জানিয়ে দিয়েছেন যে তার বর্তমান দলের বোলিং নিয়ে কখনোই কোনও সমস্যা ছিল না, সমস্যা ছিল ব্যাটিং নিয়ে। এবার এই ধারাবাহিকতা তার দল ধরে রাখুক এমনটাই আশা করছেন সৌরভ।
নাইটদের এই পারফরম্যান্স খুশি করতে পারেনি তাদের ভক্তদের। টানা দুই ম্যাচ হারার পর আজ যে কোনও মূল্যে জয়ের খোঁজ করছিলেন নীতিশ রানারা। কিন্তু লিটন, ভেঙ্কটেশ আইয়ার, মন্দীপ, রিঙ্কু, অধিনায়ক রানা নিজে ব্যাট হাতে যে হতাশাজনক পারফরম্যান্স করেছিলেন তা মেনে নেওয়া কেকেআর ভক্তদের পক্ষে কঠিন ছিল যথেষ্ট।
আজ কেকেআরের এক দিক সামলে রেখে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা শুরু থেকে করে যাচ্ছিলেন জেসন রয়। কিন্তু ৪৩ রান করার পর কুলদীপ যাদবের শিকার হন ইংল্যান্ডের তারকা ওপেনার। এরপর নাইটদের ভদ্রস্থ স্কোর অবধি পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল আন্দ্রে রাসেলের ওপর। সেই লক্ষ্যে নিজের শিকার হিসেবে তিনি বেছে নেন বাংলা রঞ্জি দলের বোলার মুকেশ কুমারকে। শেষ ওভারে তার বলে পরপর তিনটি ছক্কা মারেন রাসেল। নিজে ৩৮ রানে অপরাজিত থেকে দলকে পৌঁছে দেন ১২৭ রানের স্কোর অবধি।
আজ দীর্ঘদিন পর আইপিএলের মঞ্চে মাঠে ফিরে দুর্দান্ত বোলিং করেছেন অভিজ্ঞ ফাস্ট বোলার এই ইশান্ত শর্মা। নিজের ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ২টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন ভারতের তারকা পেসার। এছাড়া ২টি করে উইকেট পেয়েছেন কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, অনরিখ নোকিয়াও। তাদের দাপুটে বোলিংয়ের সামনে কোন সুযোগই পায়নি কেকেআরের ব্যাটাররা।
রান তাড়া করতে নেমে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন ডেভিড ওয়ার্নার। তার দাপটে একসময় মনে হচ্ছিলো বড় ব্যবধানে ম্যাচ জিতবে দিল্লি। কিন্তু মাঝের ওভারগুলিতে নীতিশ রানা, অনুকূল রয় ও বরুণ চক্রবর্তীর বোলিংয়ে ভর করে কিছুটা ম্যাচে ফিরেছিল কেকেআর। ৩ জনেই আজ কৃপণ বোলিং করে ২ টি করে উইকেট নেন। কিন্তু ৪১ বলে ৫৭ রান করে ওয়ার্নার আউট হওয়ার পর প্রথমে মনীশ পান্ডে (২১) এবং পরে অক্ষর প্যাটেলের (১৯) ঠান্ডা মাথার ব্যাটিং জয় এনে দেয় দিল্লিকে।