পোষ্য কুকুরকে বন্ধক রেখে বিলাসবহুল গাড়ি কিনলেন ব্যক্তি! তারপরে নেটমাধ্যমে যা ঘটল জেনে অবাক হবেন

বাংলা হান্ট ডেস্ক: অনেকেই বাড়িতে বিভিন্ন পোষ্য (Pets) রাখতে পছন্দ করেন। যেগুলি সময়ের সাথে সাথে রীতিমতো পরিবারের সদস্য হয়ে ওঠে। পাশাপাশি, সুযোগ পেলেই পোষ্যদের সাথে সময় কাটাতেও ব্যস্ত হয়ে পড়েন তাঁরা। তবে, এবার এই পোষ্য সংক্রান্তই এমন একটি ঘটনা সামনে এসেছে যেটি জানার পর রীতিমতো অবাক হয়ে যাবেন সকলে।

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সম্প্রতি এক ব্যক্তি তাঁর চারটি পোষ্য কুকুরকে একটি গাড়ির শোরুমের কাছে বন্ধক রেখেছেন। শুধু তাই নয়, তার পরিবর্তে তিনি একটি দামি এবং বিলাসবহুল গাড়ি নিয়েছেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) এই ঘটনার প্রসঙ্গ তুমুল ভাইরাল হতে শুরু করেছে। পাশাপাশি, বিষয়টি সম্পর্কে অবগত হয়ে অবাকও হচ্ছেন সকলেই।

উল্লেখ্য যে, এই ঘটনাটি ঘটেছে আমেরিকার ওকলাহোমাতে। ইতিমধ্যেই পোষ্য কুকুরগুলি সহ ওই ব্যক্তি এবং নতুন গাড়িটির ছবিও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে ওই ব্যক্তির চারটি পিটবুল কুকুর ছিল। তিনি ওই পোষ্যগুলিকে ভালোও বাসতেন। তারপর হঠাৎই একদিন তাঁর গাড়ি কেনার ইচ্ছে জাগে। তবে, পর্যাপ্ত টাকা না থাকায় স্বামী-স্ত্রী দু’জনে গিয়ে শোরুম মালিকের সঙ্গে কথা বলেন। দু’জনেই জানান যে, তাঁদের চারটি পিটবুল কুকুর রয়েছে। এমতাবস্থায়, তাঁদেরকে জানানো হয় তাঁরা চাইলে ডাউন পেমেন্টের জায়গায় পোষ্যগুলিকেই বন্ধক রাখতে পারেন।

গাড়ি নিয়ে ভাইরাল ছবি: সেই অনুযায়ী শোরুমের মালিক প্রস্তুত হন। ওই দম্পতি আউটলেট থেকে একটি নিসান আলটিমা গাড়ি কিনেছিলেন। ডাউন পেমেন্টের পরিবর্তে চারটি কুকুরই অটো ডিলারের হাতে তুলে দেওয়া হয়। সেই ছবিটিই বর্তমানে ভাইরাল হচ্ছে। @pubity অ্যাকাউন্ট থেকে টুইটারে এই ছবিটি শেয়ার করা হয়েছে। যেখানে ওই দম্পতিকে গাড়ির সাথে দেখা গিয়েছে। আর তাঁদের ঠিক সামনেই একটি খাঁচায় রয়েছে চারটি পিটবুল কুকুর। মূলত, সেগুলি পিটবুলের শাবক। এমতাবস্থায়, গাড়ির পুরো টাকা পরিশোধের পর ওই ব্যক্তি কুকুরগুলিকে সঙ্গে নিয়ে যাবেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

https://twitter.com/pubity/status/1649774886502498309?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1649774886502498309%7Ctwgr%5E06d54f9fea1b2bb9f227e3949024c7a1ed26caf4%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fhindi.news18.com%2Fnews%2Fajab-gajab%2Fman-uses-his-four-pitbull-puppies-as-down-payment-for-luxury-nissan-altima-car-kutte-bechkar-car-le-aaya-5964179.html

নেটমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া: আমেরিকান মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই ঘটনার পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ এই ব্যক্তির বুদ্ধির প্রশংসা করছেন আবার কেউ কেউ এর তীব্র সমালোচনাও করছেন। এই প্রসঙ্গে একজন ব্যবহারকারী লিখেছেন, তাঁরা হয়তো জানেন যে কুকুরগুলি গাড়ির ডিলারের কাছে খুব ভালো ভাবে থাকবে। তারা ভালো খাবার পাবে, অন্যদিকে ওই ব্যক্তির শখও পূরণ হবে। কিন্তু অন্যদিকে আরেক ব্যবহারকারী লিখেছেন, “এটা একটা অদ্ভুত ব্যাপার। আপনি যদি তাদের যত্ন নিতে না পারেন তবে অন্য কাউকে দান করুন। যারা অন্তত ওই কুকুরগুলির দেখভাল করবে।”


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর