অনশন করলেই দেখা পাবেন যিশুর! ধর্মগুরুর কথা শুনে না খেয়ে মৃত শতাধিক, গ্রেফতার পাদ্রী

বাংলা হান্ট ডেস্ক : মর্মান্তিক ঘটনা। এক ধর্মীয় গুরুর কথা শুনে প্রাণ দিলেন শতাধিক মানুষ। আফ্রিকা মহাদেশের (Africa) কেনিয়ার (Kenya) এই ঘটনায় স্তম্ভিত গোটা বিশ্ব। নান মহল থেকে উঠছে তীব্র সমালোচনার ঝড়। প্রকাশ্যে রাষ্ট্রসংঘের পদক্ষেপের দাবিও।

কী হয়েছে ঘটনা? আফ্রিকা মহাদেশের কেনিয়া খ্রিস্টান অধ্যুষিত একটি রাষ্ট্র। সেখানে খ্রিস্টান এক ধর্মগুরু দাবি করেন না খেয়ে থাকলেই দেখা মিলবে যিশুর। তবে এমনি এমনি পাওয়া যাবে না। ব্যবস্থা করে দেবেন ওই পাদ্রীই। তাঁর নাম পল ম্যাকেঞ্জী এনথেঙ্গে। অভিযুক্ত ওই পাদ্রীর কথা শুনে প্রচুর মানুষ অনশন করতে শুরু করেন। যার ফল হয় মারাত্মক।

kenya 2

এই ঘটনাটি ঘটেছে কেনিয়ার কিলিফীর কাউন্টিতে। সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রার্থনার জন্য লোক যোগাড় করতেন পাদ্রী পল ম্যাকেঞ্জী। একদিন তিনি বলেন, মানুষ যদি না খেয়ে থাকে তাহলে তিনি যিশুর সঙ্গে দেখা করাবেন। এই কথা শুনেই অসংখ্য মানুষ অনশন শুরু করেন।

পল ম্যাকেঞ্জীর কথা শুনে দলে দলে মানুষ অনশন শুরু করেন। তাঁদের একটিই ঘরে রাখার ব্যবস্থা করা হয়। খিদের জ্বালায় অসুস্থ হয়ে পড়েন অনেকেই। খবর পৌঁছায় পুলিসের কাছে। সেখানে গিয়ে ১৫ জনকে আশংকাজনক অবস্থায় খুঁজে পায় পুলিস। দ্রুত তাঁদের হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে ৪ জনকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা।

এরপরই গত ১৫ এপ্রিল গ্রেফতার করা হয় ম্যাকেঞ্জীকে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় অভিযুক্ত আরও ৫ জনকে গ্রেফতার করেছে কেনিয়া পুলিস। জেরায় উঠে আসে বিস্ফোরক তথ্য। আগেও এই জাতীয় ঘটনা ঘটিয়েছেন ম্যাকেঞ্জী। স্থানীয় শোকাহোলা জঙ্গলে তল্লাশি চালিয়ে আরও ২১টি মৃতদেহ পাওয়া যায়। এছাড়া ৫৮টি কবরও খুঁজে পায় পুলিস। সবমিলিয়ে মৃত্যুর সংখ্যা কয়েকশ বলেই মনে করছে কেনিয়া প্রশাসন।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর