মাত্র ১৯০ টাকাতেই সিকিম ভ্রমণ! এই ভাবেই অল্প টাকায় বেরিয়ে আসা যায় গ্যাংটক

বাংলাহান্ট ডেস্ক : সারা বছরই সিকিমে (Sikkim) পর্যটকদের ভিড় লেগে থাকে। পাহাড়ের টানে প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ ঘুরতে যান সিকিম। তবে সিকিমে সাধারণত পশ্চিমবঙ্গের মানুষই বেশি ঘুরতে যান। তবে পাহাড়ে ঘুরতে যাওয়ার জন্য দরকার হয় অর্থের। সেই অর্থ অনেক সময় ঘুরতে যাওয়ার জন্য তৈরি করে প্রতিবন্ধকতা।

কিন্তু আজ আমরা আপনাকে এমন একটি পন্থা বলব যাতে মাত্র ১৯০ টাকা দিয়ে আপনারা ঘুরতে যেতে পারবেন সিকিম। সিকিমে যাওয়ার জন্য অধিকাংশ ক্ষেত্রেই পর্যটকরা নিউ জলপাইগুড়ি স্টেশনে নামেন। সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছানোর গ্যাংটক।

নিউ জলপাইগুড়ি (New Jalpaiguri) থেকে গ্যাংটক পৌঁছানোর যে গাড়ি তার ভাড়া প্রায় চার হাজার টাকার কাছাকাছি। কিন্তু জানেন কি মাত্র ১৯০ টাকা দিয়েই আপনি পৌঁছে যেতে পারেন স্বপ্নের গ্যাংটক? শিলিগুড়ি থেকে সস্তায় গ্যাংটক পৌঁছানোর সবথেকে ভালো উপায় হল সরকারি বাস।

নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে আপনাদের যেতে হবে এসএনটি (SNT) বাস টার্মিনাসে। শিলিগুড়ির প্রধান নগরে রয়েছে এই বাস টার্মিনাস। এখান থেকে সিকিমের উদ্দেশ্যে বাস ছাড়ে। এই টার্মিনাসে আপনাদের টিকিট কাটতে হবে। এখান থেকে সিকিম যাওয়ার জন্য আপনারা এসি ও নন-এসি দুই ধরনের বাসই পাবেন।

north sikkim lachung 147791684013o

সিকিম সরকারের এই বাসগুলি পর্যটকদের জন্য বিশেষভাবে তৈরি। এই বাসগুলি বেশ আরামদায়ক। গ্যাংটক ছাড়াও পেলিং, গ্যাংটক, রাবাংলা, মঙ্গন, জোড়থাং, রংলি, পাকিয়াং সহ বিভিন্ন জায়গায় সিকিম ন্যাশানালাইজড ট্রান্সপোর্টের বাসগুলো যাতায়াত করে। শিলিগুড়ি থেকে সিকিমের নন এসি বাস ভাড়া ১৯০ টাকা। এসি বাসের ক্ষেত্রে আপনার খরচ পড়বে ৩৫০ টাকা।

 


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর