চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! পরীক্ষা ছাড়াই বন্ধন ব্যাঙ্কে চলছে প্রচুর কর্মী নিয়োগ, এভাবে করুন আবেদন

বাংলা হান্ট ডেস্ক: এবার রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বিশেষ করে যাঁরা ব্যাঙ্কে চাকরি করতে ইচ্ছুক তাঁদের জন্য এল বড়সড় সুখবর। জানা গিয়েছে, ইতিমধ্যেই প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করছে বন্ধন ব্যাঙ্ক (Bandhan Bank)। সেই সম্পর্কিত একটি বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। প্রতি ৩ মাস অন্তর এই ব্যাঙ্কে কর্মী নিয়োগ করা হচ্ছে। পুরুষ, মহিলা নির্বিশেষে রাজ্যের প্রতিটি জেলার বাসিন্দারাই এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, বন্ধন ব্যাঙ্কে নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি অনুযায়ী জানা গিয়েছে, এক্ষেত্রে প্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না। এমতাবস্থায়, বর্তমান প্ৰতিবেদনে এই শূন্যপদ সম্পর্কিত তথ্য সহ প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, নিয়োগ প্রক্রিয়া, আবেদন পদ্ধতি প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

প্রথমেই জানিয়ে রাখি যে, এক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীদের নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিয়ে একটি বায়োডাটা তৈরি করে সেটি Hiring Recruiter (HR)-এর কাছে নিম্নলিখিত ই-মেইল আইডি বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিলেই আবেদন হয়ে যাবে।
Email ID – hr.bankinghub@gmail.com
Whatsapp Number – 7044871748 / 8276815823

পদের বিবরণ: জানা গিয়েছে, আপাতত Customer Relationship Executive, Customer Service Officer এবং Data Entry Operator-এর শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

বয়স: শূন্যপদগুলিতে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩১ বছরের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা: পাশাপাশি, প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক এবং স্নাতক। এছাড়াও প্রার্থীর কম্পিউটারের জ্ঞান থাকতে হবে।

বেতন: এক্ষেত্রে বেতনের পরিমান হল ১২,৫০০ টাকা থেকে ২০,৭০০ টাকা। এছাড়াও রয়েছে PF, ESI, Incentive সহ একাধিক সুবিধা।

প্রয়োজনীয় নথি: ইন্টারভিউয়ের দিন প্রার্থীদের যেসমস্ত প্রয়োজনীয় নথি নিয়ে আসতে হবে সেগুলি হল-
১. Biodata/CV/Resume
BIO DATA / CV / RESUME
২. শিক্ষাগত যোগ্যতা সহ সমস্ত গুরুত্বপূর্ণ নথির জেরক্স
৩. ২ টি রঙিন ফটো

নিয়োগ প্রক্রিয়া: এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। এক্ষেত্রে সরাসরি ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে কর্মী নিয়োগ সম্পন্ন হবে।

whatsapp image 2023 04 25 at 2.37.22 pm

ইন্টারভিউয়ের সময়: সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হবে। তাই যাঁরা ইন্টারভিউ দিতে চান তাঁদেরকে নির্দিষ্ট সময়ের কিছুটা আগে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ ফরম্যাল পোশাকে পৌঁছে যেতে হবে। তবে, মাথায় রাখবেন যে, কেউ যদি জিন্স প্যান্ট পরে আসেন সেক্ষেত্রে তিনি গণ্য হবেন না। পাশাপাশি, কবে এবং কোথায় ইন্টারভিউটি সম্পন্ন হবে তা জানতে হলে 7044871748 / 8276815823 এই নম্বরে ফোন করে নিতে পারেন ইচ্ছুক প্রার্থীরা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর