ফাঁস হল কেচ্ছা! দলীয় নেত্রীকে কুপ্রস্তাবের অভিযোগ তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে, বিপাকে নেতা

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন। জোর কদমে চলছে তার প্রস্তুতি। যেখানে পায়ের তলার মাটি শক্ত করতে মরিয়া সমস্ত রাজনৈতিক দল সেখানে অন্যদিকে কাড়ি কাড়ি অভিযোগ উঠে আসছে শাসকদল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিরুদ্ধে। এবার খোদ দলেরই ব্লক সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগে সরব মালবাজার (Mal Bazar) পঞ্চায়েত (Panchayat ) সমিতির সভাপতি।

ব্লক সভাপতি কুপ্রস্তাব দিয়েছেন। এমনই অভিযোগ পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা বরার। ইতিমধ্যেই এই নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূলের টিকিটে জেতা সেই মহিলা সভাপতি। অভিযোগ, ‘দলের ব্লক সভাপতি একাধিকবার কুপ্রস্তাব দিয়েছেন। তার প্রস্তাবে সন্মত না হওয়ায় বহুদিন থেকে নানা ভাবে হেনেস্তা করে চলেছেন’।

ঠিক কি অভিযোগ রীনাদেবীর? থানায় অভিযোগ দায়ের করার পর তিনি বলেন, “গত সেপ্টেম্বর মাসে পঞ্চায়েত সমিতির সভাপতির পদ গ্রহণ করি। তারপর ব্লক সভাপতি সুশীল কুমার প্রসাদ আমাকে বলেন যে তোমাকে পঞ্চায়েত সমিতির সভাপতি করা হল এখন বাইরে বিভিন্ন পার্টিতে যেতে হবে। সাথেই নানা কুপ্রস্তাব দেন।”

এখানেই শেষ নয়! তিনি আরও বলেন, “আগে যদি এসব জানতাম তবে আমি সভাপতি হতাম না। আমি একজন আশাকর্মী। গত অক্টোবর মাস থেকে আমার বেতন বন্ধ রয়েছে, সভাপতির সন্মানিক ঠিকমতো পাচ্ছি না। নানা দিক থেকে হেনস্থা করা হচ্ছে। এমনকি কাজও করতে দেওয়া হচ্ছে না। আমি মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে অবশেষে পঞ্চায়েত সমিতির সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জেলা সভাপতিকে জানিয়েছি। তবে পদ থেকে ইস্তফা দিলেও দলের কর্মী ও সৈনিক হিসাবে কাজ করব। ”

tmc flag

অন্যদিকে, যার বিরুদ্ধে এত সব অভিযোগ সেই তৃণমূল ব্লক সভাপতি সুশীল কুমার প্রসাদ বলেন, ” প্রায় নয় মাস আগে উনি সভাপতি হয়েছেন। এতদিন বাদে অভিযোগ করছেন কেন? অভিষেক বন্দোপাধ্যায়ের উপস্থিতিতে আমাদের দলের প্রার্থী নির্বাচনের জন্য যে ভোট হয়, সেখানে ডামডিম এলাকা থেকে প্রার্থী হিসাবে তার নাম ছিল না। আসলে নির্বাচনে টিকিট না পেয়ে এখন মিথ্যা অভিযোগ করছেন তিনি’। সব মিলিয়ে ভোটপূর্বে শাসকদলে কাদা ছোড়াছুড়ি অব্যাহত।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর