‘শুভেন্দু তৃণমূলের লক্ষ্মী…’, ভরা সভায় এ কী বললেন অভিষেক! তোলপাড় গোটা বাংলা

বাংলা হান্ট ডেস্কঃ পাখির চোখ ২৩ পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)! বঙ্গে ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও ইতিমধ্যেই আটঘাট বেঁধে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। জোর কদমে চলছে প্রস্তুতি। আর এই তোড়জোড় সর্বাধিক পরিলক্ষিত হচ্ছে শাসকদল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) ক্ষেত্রে। ভোট পূর্বে ৬০ দিন ব্যাপী নবজোয়ার কর্মসূচি শুরু করেছেন তৃণমূলের নম্বর টু অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

সোমবার করণদিঘীতে বিশাল সভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। আর সেই সভা মঞ্চে দাঁড়িয়েই একাধিক ইস্যুতে নিশানা করলেন বিরোধী বিজেপি (BJP) শিবিরকে। শুধু তাই নয়, নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও (Suvendu Adhikari) জোর কটাক্ষ করেন তৃণমূলের যুবরাজ।

ঠিক কি বললেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডো? এদিন বিরোধী দলনেতা প্রসঙ্গে হাজারো মন্তব্য করেন অভিষেক, তবে শুভেন্দুর নাম উল্লেখ না করেই। ভরা সভায় কটাক্ষ করে অভিষেক বলেন, “ও তৃণমূলের লক্ষ্মী। ও বিজেপিতে যত থাকবে, তত বিজেপি মায়ের ভোগে যাবে।” তার সংযোজন, “তৃণমূলের লড়াই শ্রমিক-কৃষকদের স্বার্থে। নিজের স্বার্থ না দেখে, মানুষের স্বার্থ দেখাই হল আমাদের নবজোয়ার। একতার মন্ত্রে বাঁধা কোচবিহার থেকে কাকদ্বীপ, সেটাই নবজোয়ার।”

suvendu abhishek

অভিষেকের কথায়, “আমি রাস্তাতেই হাঁটছি, গাড়িতে বসেও মানুষের কথা শুনছি। রাস্তার দু’ধারে কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে জানান দিচ্ছে আজও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কেউ তৈরি হয়নি।” পাশাপাশি অভিষেক বলেন, ” “প্রতিহিংসাপরায়ণ, প্রতিহিংসার রাজনীতি ওরা শুরু করেছে। ত্রিস্তর ব্যবস্থাকে মজবুত করতেই হবে। উত্তর দিনাজপুর জেলায় তৃণমূল কংগ্রেস ভাল ফল করেছে। কালিয়াগঞ্জ হেরে গিয়েছিলাম। কিন্তু ওখানেও মা-বোন বলতে পারবে না যে উন্নয়নের কাজ হয়নি।”

জোর গলায় অভিষেক বলেন, “শুধু মাত্র ভোটের সময় লড়াই করা দল তৃণমূল কংগ্রেস নয়। এখনও পঞ্চায়েত ভোট আসেনি। নিজের অধিকারের জন্য ভোট দিন। না হলে গ্যাসের দাম ১২০০ টাকাটা ২৪০০ টাকা হবে।” এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে অভিষেক বলেন, “আমরা জাত-পাত, মৃত্যু নিয়ে রাজনীতি করি না। মানুষের পাশে থাকি।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর