বাংলা হান্ট ডেস্ক : ফের বিস্ফোরক দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বুধবার সকালে ইকোপার্কে প্রাতঃভ্রমণে সাংবাদিক সম্মুখীন হল বিজেপির (Bharatiya Janata Party) সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। সাংবাদিকদের প্রশ্নে একাধিক বিষয়ে। রাজ্য সরকার এবং শাসকদল তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি।
কী বললেন দিলীপ ঘোষ? বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, ‘উত্তরে এবং জঙ্গলমহলে বারেবারে যাচ্ছে, কারণ তৃণমূল কোথায় আছে, দেখতে যাচ্ছে। নদীয়া, মুর্শিদাবাদ যায়না। জানে এগুলো মারপিট করে জিতে নেব। উত্তর আর দক্ষিণ, তৃণমূল উপড়ে গিয়েছে। মানুষ ঠিক করেছে, একটা আসনও দেবে না। চেষ্টা করছে। নিজের লোক লুঠপাট করে নিয়েছে। জন সংযোগ করে আর কি লাভ? ধীরে ধীরে নিচে আসছেন। হেলিকপ্টার থেকে ট্রেনে নেমেছেন। এরপর বাসে করে যাবেন।’
ধর্নার নামে শীতে বসে রোদ পোহালেন : দিলীপ ঘোষ বলেন, ‘একবার শ্যামাপ্রসাদের মূর্তির নিচেও বসুন। তাহলে যদি কিছু হয়। গান্ধী মূর্তির নিচে বসে হল না। আম্বেদকর মূর্তির নিচে বসে হয়নি। পার্লামেন্টে শীতে আম্বেদকর মূর্তির নিচে বসে রোদ পহালেন। কি হল? ওঁরা কর্মসূচি ঘোষনা করেন। কোথাও হয়না। আগের রেকর্ড এবার ভাঙুক।
তৃণমূলের দণ্ডীকাণ্ড প্রসঙ্গে দিলীপ ঘোষ : বিজেপি বিধায়কের দাবি, ‘যিনি এটা করালেন, তাকে কি পুলিস গ্রেফতার করেছে? তাকে পদ থেকে সরানো হয়েছে? তিনি যে সামাজিক অপরাধ করেছেন, আদিবাসীদের যেভাবে অপমান করেছেন, তার জন্য তো আইন আছে। তাকে কিছু না করে চাপা দিতে অন্য কাউকে ধরে নিয়ে আসা হয়েছে।’
বিরোধী ঐক্য প্রসঙ্গে অকপট দিলীপ ঘোষ : তিনি বলেন, ‘উনি এখান থেকে বার্তা দিচ্ছেন। একবার ওখানে গিয়ে দেখুন কি অবস্থা। কাল সবচেয়ে বড় নেতা শরদ পওয়ারের উইকেট পড়ে গিয়েছে। নীতিশ বাবু কি করবেন জানি না। প্রতি ভোটে তার আসন কমছে। উনি কি আগামি ভোটে কেজরিওয়ালের মতো হয়ে যাবেন?’
বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি আরও বলেন, ‘উনি স্বপ্ন দেখছেন, আর পায়ের তলায় মাটি নেই। এমন লোকও প্রধানমন্ত্রী হতে চাইছে, যার হাতে একটাও সাংসদ নেই। এই ধরনের ড্রামা প্রতি ইলেকশনে হয়। মমতা বেশি লাফালাফি করছেন না। ভাবছেন গত লোকসভায় এক ডজন কমে গেছে, এবার হয়তো আরও এক ডজন কমবে।’