বাংলাহান্ট ডেস্ক : ইডি (Enforcement Directorate) ও আয়কর দপ্তরের আধিকারিকেরা বুধবার হানা দিয়েছিলেন রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যানীর বাড়ি। কেন্দ্রীয় গোয়েন্দা দল বৃহস্পতিবারও তল্লাশি চালিয়েছে কালীঘাটের কাকু সহ একাধিক ব্যক্তির বাড়িতে। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৃহস্পতিবার বিকেলে মালদা থেকে কেন্দ্রীয় এজেন্সির কার্যকলাপ নিয়ে আক্রমণ করলেন বিজেপিকে।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, তার মৃত্যুর পরেও বিজেপিকে গেঁথে দেওয়ার জন্য থাকবেন ববি, অভিষেকরা। নতুন প্রজন্ম এই অত্যাচার ভুলবে না। ইংরেজ বাজারের সভা থেকে আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যা চলছে, একদিন সব সামনে আসবে। আমি মরে গেলেও ক্ষতি নেই। আগামী প্রজন্মকে তৈরি করে যাচ্ছি। আমার মৃত্যুর পর ওদের গেঁথে দেবে ববি, অভিষেকরা। এই জন্যই তো তৈরি করে যাচ্ছি।”
ইডি, সিবিআই এর পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী বিএসএফের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। মুখ্যমন্ত্রী বলেন, “বিএসএফ আগে এরকম ছিল না। এটা বিজেপি এসে করিয়েছে। এখন এরা দখল নিতে চাইছে ৫০ কিলোমিটার পর্যন্ত এলাকা। সংগঠন গড়ে তুলুন এলাকায় ওদের বিরুদ্ধে। তুলতে এলে ফাইট করুন।” যেভাবে কেন্দ্রীয় গোয়েন্দা দল বিভিন্ন ব্যক্তির বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করছে, এদিন মুখ্যমন্ত্রী সেই বিষয়েও প্রশ্ন তোলেন।
এদিন মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, “ওরা বলছে এত কোটি টাকা আর মিডিয়া সেই শুনে নাচছে। তুই কি গুনে দেখেছিস?” প্রসঙ্গত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিতে যোগ দিতে আজ মালদা গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও মালদায় এদিন মুর্শিদাবাদ ও মালদার প্রতিনিধিদের সাথে প্রশাসনিক বৈঠকও করেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী এনআরসির বিষয় আশ্বস্ত করেন সাধারণ মানুষকে।