বন্দে ভারতের ছড়াছড়ি! এবার রাজ্যের এই রুটে চলবে তৃতীয় ট্রেনটি, অপেক্ষায় রয়েছে আরও দুই

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের প্রথম থেকেই সফর শুরু করেছে রাজ্যের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে চলাচল করছে এই সেমি-হাইস্পিড ট্রেনটি। এমতাবস্থায়, সম্প্রতি রাজ্যে দ্বিতীয় বন্দে ভারতের আগমনও ঘটেছে। মূলত, হাওড়া-পুরী রুটে চলাচল করবে ওই ট্রেন। এখনও ওই ট্রেনের আনুষ্ঠানিকভাবে সফর শুরু না হলেও ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে ট্রায়াল রান।

তবে, এবার দ্বিতীয় বন্দে ভারতের রেশ কাটতে না কাটতেই রাজ্যে ফের তৃতীয় বন্দে ভারতের বিষয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। সর্বোপরি, এই প্রসঙ্গে রেলের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন যে, নয়া বন্দে ভারত এক্সপ্রেস পশ্চিমবঙ্গ এবং পড়শি রাজ্য আসামের মধ্যে চলাচল করবে। মূলত, সম্প্রতি উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে’কে উদ্ধৃত করে অসমের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, গুয়াহাটি থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হবে।

অর্থাৎ, এটাই হতে চলেছে রাজ্যের তৃতীয় বন্দে ভারত। তবে, এই ট্রেনের সফর শুরুর প্রসঙ্গে এখনও দিনক্ষণ চূড়ান্ত না হলেও সংশ্লিষ্ট রুটেই বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হবে বলে জানিয়েছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক। এদিকে, জানা গিয়েছে যে, এই তিনটি বন্দে ভারত এক্সপ্রেস ছাড়াও শীঘ্রই আরও দু’টি বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে রাজ্য। এমনকি, ওই ট্রেনগুলির সম্ভাব্য রুটের প্রসঙ্গটিও সামনে এসেছে। সেগুলি হল হাওড়া-রাঁচি এবং হাওড়া-পাটনা রুট।

কোন কোন স্টেশনে দাঁড়াবে রাজ্যের তৃতীয় বন্দে ভারত: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই ওই রুটের যাত্রাপথে একাধিক স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ দেওয়ার দাবি উঠলেও উত্তর-পূর্ব সীমান্ত রেলের সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে যে, এখনও পর্যন্ত কোন কোন স্টেশনে গুয়াহাটি-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়াবে তা নির্ধারণ করা হয়নি।

vande bharat

এদিকে, ওই প্রতিবেদন অনুযায়ী আরও জানা গিয়েছে যে, গুয়াহাটি-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে ছুটবে। উল্লেখ্য যে, অত্যাধুনিক বন্দে ভারত এক্সপ্রেসের সর্বোচ্চ গতিবেগ হল ঘণ্টায় ১৮০ কিলোমিটার।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর