বিরাট ভক্তদের অপমানের হাত থেকে গম্ভীরকে রক্ষা করলেন রোহিত! গড়লেন এই লজ্জার রেকর্ড

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গৌতম গম্ভীর (Gautam Gambhir) গত কয়েকদিন ধরেই শিরোনামে রয়েছেন। তিনি গত বছর থেকে লখনৌ সুপারজায়ান্টস দলের মেন্টর। তার দায়িত্বে দল মোটের উপর ভালোই পারফরম্যান্স করেছে। কিন্তু নিজেদের ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে ম্যাচে বিরাট কোহলির সঙ্গে ঝামেলায় জড়ানোর পর থেকে তাকে সোশ্যাল মিডিয়ায় অনেকেই আক্রমণ করেছেন।

বিশেষ করে বিরাট কোহলি ভক্তরা সোশ্যাল মিডিয়া গৌতম গম্ভীর কে ক্রমান্বয়ে অপমান করে চলেছেন। বিরাট কোহলি যে গৌতম গম্ভীরের চেয়ে কত বড় তারকা সেটি বোঝানোর জন্য নানান পরিসংখ্যান তুলে এনেছেন তারা। আবার গৌতমের মতো ভারতকে বিশ্বকাপ জেতানো তারকার এমন অপমান দেখে কিছু নেটিজেন তার পাশে দাঁড়ানোর চেষ্টা করো সে তবে তাদের সংখ্যা খুবই নগণ্য।

গৌতম গম্ভীরকে অপমান করার জন্য বিরাট কোহলির ভক্তরা একটি অভিনব পরিসংখ্যান খুঁজে বার করেছিলেন। আইপিএলের ইতিহাসে একজন অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ‘০’ রানে আউট হওয়া অধিনায়কদের মধ্যে তিনি শীর্ষস্থানে (১০) রয়েছেন যুগ্মভাবে। এই পরিসংখ্যানটি সামনে এনে গম্ভীরকে অপমান করেছেন অনেক বিরাট ভক্ত। কিন্তু গৌতম গম্ভীরকে আজ এই লজ্জার হাত থেকে মুক্তি দিলেন রোহিত শর্মা।

rohit ipl 50

আজ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে নিজের ওপেনিং পজিশন ছেড়ে তিন নম্বরে ব্যাট করতে নেমেও শুন্য রানে আউট হয়েছেন হিটম্যান (১১)। গৌতম গম্ভীরকে তোকে এখন তিনি আইপিএলের সেই অধিনায়ক যিনি সবচেয়ে বেশি শূন্য রানে আউট হয়েছে। অধিনায়ক হিসেবে না ধরলেও একজন খেলোয়াড় হিসেবেও আইপিএলের সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড করেছেন আজ রোহিত।

আজ সিএসকের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্সের টপ অর্ডার পুরোপুরি ধ্বংস হয়ে যায়। সূর্যকুমার যাদব (২২) এবং ট্রিস্টান স্টাবস (২০) কিছুটা লড়াই করেন। কিন্তু মূলত নেহাল ওয়াদেরার ৫১ বলে ৬৪ রানের ইনিংসে ভর করে ১৪০ রানের টার্গেট সিএসকের সামনে রাখতে পেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর