বদলা নিলো সৌরভের দিল্লি! হাতও মেলালেন দুই তারকা, RCB-র কাঁটা ঘায়ে নুন ছেটালো সল্ট  

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ঘরের মাটিতে আরসিবিকে দাঁড়াতে দিলো না দিল্লি ক্যাপিটালস। পরপর দুই ম্যাচ জিতে দুর্দান্তভাবে প্লে অফের লড়াইয়ে ফিরে এলো তারা। প্রথমে মিচেল মার্শের অসাধারণ ও কৃপণ বোলিং এবং পরে ফিলিপ সল্টের আগ্রাসী ব্যাটিংয়ে ভর করে ২০ বল বাকি থাকতেই প্রত্যাশিত জয় এনে দিয়েছে সৌরভ গাঙ্গুলীর দলকে।

আজ টসে জিতে দু প্লেসিস নিজেই প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি এবং কোহলি অসাধারণভাবে শুরু করেছিলেন। কিন্তু ৩২ বলে ৪৫ রান করার পর যখন তিনি আউট হন, তখন আরসিবির রানের গতিটা থমকে গিয়েছিল। প্রথম বলেই ম্যাক্সওয়েল ফিরে যাওয়ায় সমস্যা আরও বাড়ে। বিরাট কোহলি পাওয়ার প্লে-র পর থেকেই রান তোলার গতি কমিয়ে দিয়েছিলেন। শেষ পর্যন্ত ৪৬ বলে ৫৫ রান করে তিনি মুকেশ কুমারের শিকার হন। এটি ছিল চলতি আইপিএলে তার ষষ্ঠ অর্ধশতরান।

এরপর আরসিবি ইনিংসকে কিছুটা গতি দেন মহিপাল লোমরোর। নিজের আইপিএল কেরিয়ারের প্রথম অর্ধশতরান করেন তিনি অত্যন্ত আগ্রাসী ব্যাটিং করে। তার ২৯ বলে ৫৪ রানের ইনিংসের ভর করে ১৮১ রান তোলে আরসিবি। মার্শের ২ উইকেট নেওয়ার পাশাপাশি কৃপণ বোলিং করেছিলেন অক্ষর প‍্যাটেলও।

রান তাড়া করতে নেমে শুরু থেকেই অত্যন্ত আগ্রাসী ছিলেন ডেভিড ওয়ার্নার এবং ফিলিপ সল্ট। ওয়ার্নার ২২ রান করে আউট হয়ে গেলেও সল্ট নিজের ধ্বংসযজ্ঞ চালিয়ে যান। প্রথমে মিচেল মার্শ (২৬) এবং তারপর রাইলি রুশোর (৩৫) সাথে মিলে আরসিবিকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেন তিনি। শেষ থেকে মাঠে নেমে তিন বলে আট রান করেন অক্ষর প্যাটেলও। ৪৫ বলে ৮ টি চার এবং ৬ টি ছক্কা সহ ৮৭ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন সল্ট।

ম্যাচের শেষে সবাই এই নিয়ে কৌতুহলে ছিলেন যে বিরাট কোহলি এবং সৌরভ গঙ্গোপাধ্যায় একে অপরের মুখোমুখি হবেন কিনা। কিন্তু দুজনেই মর্যাদা বোধের পরিচয় দিয়েছেন এবং খেলা শেষে একে অপরের সঙ্গে হাতও মিলিয়েছেন। ক্রিকেটপ্রেমীরা এই দৃশ্য দেখে সন্তুষ্ট।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর