‘Dear Lottery-র টাকায় চলছে নবজোয়ার’, অভিষেকের বঙ্গ সফর নিয়ে TMC-কে ধুয়ে দিলেন শুভেন্দু

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোট পূর্বে পায়ের তলার মাটি শক্ত করতে মরিয়া শাসকদল। সেই লক্ষ্যে রাজ্যজুড়ে জনসংযোগ গড়ে তুলতে নবজোয়ার কর্মসূচীর সূচনা করেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। ভোটের আগে রাজ্যের প্রতিটি গ্রামে, পঞ্চায়েতে পৌঁছে যাওয়ার অঙ্গীকার করেছেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ডো অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই মতোই দুমাসের কর্মসূচী আর সাথে এক বিলাসবহুল গাড়ি নিয়ে বঙ্গ সফরে বেরিয়ে পড়েছেন তৃণমূলের নম্বর টু।

Dear lottery

নবজোয়ারের শুরু থেকে নিয়েই বিরোধী মহলে জোর চর্চার বিষয় সেই একটি! এত বড় কর্মসূচীর খরচের পরিমান ঠিক কতটা হতে পারে। সম্প্রতি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল রাত্রিবাস করতে অভিষেক যেই তাঁবুতে থাকছেন তার ভাড়াই নাকি কয়েক লক্ষ টাকা। এবার সমস্ত কল্পনা জল্পনা আরও কিছুটা উস্কে দিয়ে বড় বোমা ফাটালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার কোন্নগরের বিশাল জনসভা করেন নন্দীগ্রামের বিধায়ক। আর সেখান থেকে নবজোয়ার নিয়ে রীতিমতো ধুয়ে দিলেন শাসকদলকে।

ঠিক কী বললেন বিরোধী দলনেতা? এদিন কোন্নগরের সভা থেকে তৃণমূলের ‘নবজোয়ারের’ টাকার উৎস নিয়ে একেবারে বিস্ফোরক দাবি করলেন অধিকারীবাবু। প্রকাশ্য সভায় দাঁড়িয়ে জোর গলায় বলেন, ‘ডিয়ার লটারির টাকায় তৃণমূলের নবজোয়ার। ইনকাম ট্যাক্সের রিটার্নে ডিয়ার লটারির উল্লেখ করেছে। তৃণমূলের নির্বাচনী বন্ডে প্রতি মাসে ২৫-৩০ কোটি টাকা দিচ্ছে। কোটি কোটি মানুষকে বঞ্চনার এই ব্যবসা বন্ধ করব। এই নবজোয়ার, চল এবার তিহাড়।’

suvendu

নবজোয়ারের পাশাপাশি এদিন একাধিক ইস্যুতে অভিষেক সহ শাসকদলকে কড়া ভাষায় আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। কিছুদিন আগে রামনবমীর মিছিলে রাজ্যে যে অশান্তি, বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হয়েছিল সেই প্রসঙ্গে ফের একবার মমতা সরকারকে নিশানা করেন শুভেন্দু। তিনি বলেন, ‘শিবপুর, ডালখোলা, রিষড়ায় যারা অশান্তি পাকিয়েছে, তারা রাষ্ট্রপ্রেমী হতে পারে না। তাই এনআইএ তদন্ত করা উচিত।’

নেতার সংযোজন, ‘মোমিনপুর-ইকবালপুরে এনআইএ হওয়ার পর ঠান্ডা হয়ে গেছে। এখানেও এই ওষুধের প্রয়োজন। এনআইএ কাজ শুরু করার আগেই পুলিশ, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছে। এনআইএ তদন্ত বাতিল করতে সুপ্রিম কোর্টে গিয়েছে। আমরা সবরকম আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত আছি’। সবমিলিয়ে ভোট পূর্বে বিরোধী দলনেতার ঝাঁঝালো আক্রমণে আরও কিছুটা অস্বস্তি বাড়লো শাসকদলের, এমনটাই কিন্তু মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর