রোহিত আর কোহলির যুগ শেষ, ২ ভারতীয় তারকাই তাদেরকে শেষের বার্তা দিয়ে দিয়েছেন!  

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ প্রত্যেকবারের মতোই চলতি আইপিএল (IPL 2023) দর্শকদের পুরো মাত্রায় বিনোদন দিয়ে চলেছে। বেশ কিছু শ্বাসরোধকারী ম্যাচ উপহার পেয়েছেন দর্শকরা চলতে আইপিএল থেকে। বেশ কিছু ম্যাচ গড়িয়েছে ম্যাচের শেষ ওভারের শেষ বল অবধি যেখানে শেষ বলটি ডেলিভার হওয়ার আগে অবধি কেউ বুঝতে পারেনি ম্যাচের ফলাফল কি হতে পারে। সেইসঙ্গে আরেকটি বিষয় নিয়েও এখানে আলোচনা জায়গা তৈরি হচ্ছে।

চলতি আইপিএলের আলোচনার জায়গা তৈরি করছে এই ব্যাপারে যে বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেট যেভাবে খেলা হয় সেই ধারার সঙ্গে কি বিরাট কোহলি বা রোহিত শর্মার মতো ভারতীয় তারকারা মানিয়ে নিতে পারছেন? অনেকেই এই ব্যাপার নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। এবার এই নিয়ে মন্তব্য করলেন প্রাক্তন ক্রিকেটার এবং প্রাক্তন নির্বাচন সাবা করিম।

surya

চলতি আইপিএলে যে কয়েকজন ব্যাটার নজর কেড়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন সূর্যকুমার যাদব এবং যশস্বী জয়সওয়াল। পিচ, পরিস্থিতি বা বোলার দেখে নয়, তারা প্রতিপক্ষকে আক্রমণ করছেন নিজেদের মর্জি মাফিক। সেইজন্যই হয়তো অনেক কঠিন পরিস্থিতি থেকে দলকে সহজে জয় এনে দিতে সক্ষম হয়েছেন এই দুই ভারতীয় তারকা।

jaiswal 98

এবার এদের দুজনের উদাহরণ দিয়েই রোহিত শর্মা এবং বিরাট কোহলির টি-টোয়েন্টি ভবিষ্যৎ নিয়ে সন্দেহ প্রকাশ করলেন সাবা করিম। আধুনিক ক্রিকেট যে রকমভাবে এগিয়ে চলেছে তাতে এই ফরমেটে বিরাট কোহলি এবং রোহিত শর্মার এই ফরম্যাটে যে আর প্রয়োজন নেই সেটাই তিনি মনে করেন।

বিরাট কোহলি যদিও চলতি আইপিএলে ভালোই ছন্দে রয়েছেন। তিনি মোট ছয়বার অর্ধশতরানের গণ্ডি পার করেছেন। কিন্তু পাওয়ার প্লে শেষ হয়ে যাওয়ার পরেই তারা রান তোলার গতি অত্যন্ত কমে যায়। অপরদিকে রোহিত শর্মার একটু, দুটি বিচ্ছিন্ন ইনিংসকে বাদ দিলে চলতে আইপিএলে পুরোপুরি ব্যর্থ এমনটাই বলা যায়। হয়তো সত্যি তাদেরকে নিয়ে ভাবার সময় হয়ে এসেছে।

 

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর