বেতন ৬৩ হাজার টাকা, মাধ্যমিক পাশ হলেই এবার সরকারি চাকরির দুর্দান্ত সুযোগ, জারি হল বিজ্ঞপ্তি

বাংলা হান্ট ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য এবার বড়সড় সুখবর সামনে এল। জানা গিয়েছে, এবার কেন্দ্রীয় সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের সার্ভে অব ইন্ডিয়ায় (Survey of India) রয়েছে চাকরির সুযোগ। ইতিমধ্যেই এই প্রসঙ্গে সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে এই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত তথ্য উপস্থাপিত করা হয়েছে। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে এই নিয়োগের ক্ষেত্রে শূন্যপদের সংখ্যা, প্রার্থীদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হল।

কোন পদে নিয়োগ করা হবে: বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে, আপাতত মোটর ড্রাইভার কাম মেকানিক পদে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

শূন্যপদের সংখ্যা: মোট শূন্যপদের সংখ্যা হল ২১ টি।

বেতনের পরিমাণ: সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে যোগ্য প্রার্থীদের মাসিক বেতনের পরিমাণ হবে ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা পর্যন্ত।

বয়সসীমা: আবেদনে ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে ন্যূনতম ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। যদিও, সংরক্ষিত বিভাগের প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড়ের সুবিধা পাবেন।

শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণি পর্যন্ত উত্তীর্ণ হতে হবে।

আর কি কি প্রয়োজন: এছাড়াও, প্রার্থীকে হিন্দি অথবা ইংরেজি ভাষা জানতে হবে এবং প্রার্থীর সঠিক ড্রাইভিং লাইসেন্সও থাকতে হবে। পাশাপাশি গাড়ির মেকানিকের কাজও জানতে হবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, প্রার্থীর সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকলে তাঁকে অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন পদ্ধতি: আবেদনের ক্ষেত্রে প্রার্থীরা প্রথমে সার্ভে অব ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে সেখানে “হোমপেজ” থেকে “রিক্রুটমেন্ট” অপশনে গেলে এই সংক্রান্ত বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং প্রয়োজনীয় শর্তাবলি জানতে আবেদনের আগে প্রার্থীরা বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিতে পারেন। পাশাপাশি বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে প্রার্থীদের।

medical officer recruitment(1)

আবেদনের জন্য শেষ তারিখ: প্রার্থীদের অবশ্যই আগামী ৩১ মে, ২০২৩-এর মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর