বাংলা হান্ট ডেস্কঃ ক্রমেই লম্বা হচ্ছে বঙ্গের নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) অভিযুক্তদের তালিকা। সম্প্রতি সেই তালিকায় নাম জুড়েছে মুর্শিদাবাদ জেলার বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha)। সিবিআই এর হাতে গ্রেফতারির পর বিধায়কের দুটি ফোনের তথ্য উদ্ধারের জন্য ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়েছিল। সিবিআই সূত্রে খবর, অবশেষে জীবনকৃষ্ণর দুটি মোবাইল থেকে ১০০% তথ্যই উদ্ধার করা সম্ভব হয়েছে।
প্রসঙ্গত, সিবিআই (CBI) জিজ্ঞাসাবাদ চলাকালীন বিধায়কের বিরুদ্ধে নিজের জোড়া মোবাইল পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল। অসুস্থতার বাহানা দিয়ে বাথরুমে যাওয়ার নাম করে পাশের পুকুরে নিজের ফোন ফেলে দেন জীবনবাবু। টানা দুদিন ধরে সেই মোবাইল উদ্ধার করে আনতে রীতিমতো নাজেহাল হতে হয় সিবিআইকে। শেষমেষ বহু তল্লাশির পর ফোন উদ্ধার করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এবার সেই ফোনেই মিললো একাধিক চাঞ্চল্যকর তথ্য।
সিবিআই সূত্রে খবর, বিধায়কের ফোনের সূত্র ধরেই এবার ওএমআর শিট মূল্যায়নকারী সংস্থা নাইসার দুই আধিকারিককে তলব করেছে তদন্তকারীরা। জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি কাণ্ডে যে ওএমআর শিট বিকৃত করা হয়েছিল তার প্রমাণ মিলেছে। সেই সূত্র ধরেই জিজ্ঞাসাবাদের জন্য নাইসার দুই আধিকারিককে তলব করেছে গোয়েন্দারা।
দীর্ঘক্ষণ পুকুরে থাকার ফলে বিধায়কের মোবাইল থেকে তথ্য উদ্ধার করা সম্ভব হবে কিনা সেই আশঙ্কায় ছিলেন সিবিআই আধিকারিকরা। তবে ইতিমধ্যেই বিধায়কের ফোন থেকে ১০০% তথ্যই উদ্ধার করে গেছে। যার থেকে তৃণমূল বিধায়কের নিয়োগ দুর্নীতিতে যোগ রয়েছে, সেই বিষয়ে নিশ্চিত সিবিআই।
এর আগেই নিয়োগ দুর্নীতিতে নাইসার ভাইস প্রেসিডেন্ট নীলাদ্রি দাসকে গ্রেফতার করে তদন্তকারীরা। আর এবার জীবনকৃষ্ণের ফোন ঘেটে আরও দুই অধিকারীকের খোঁজ পেল সিবিআই। এবার পরবর্তীতে এই তদন্ত কোন মোড় নেয় সেটাই দেখার বিষয়।