এক বছরের ভ্যালিডিটি, সঙ্গে 2 জিবি করে ডেটা! BSNL এর নতুন রিচার্জ প্ল্যানে কুপোকাত Jio, Airtel

বাংলাহান্ট ডেস্ক : প্রতিদিনের জীবনে ইন্টারনেট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু যত দিন যাচ্ছে ততই বিভিন্ন বেসরকারি টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জের দাম বাড়াচ্ছে। এমন অবস্থায় সরকারী টেলিকম সংস্থা বিএসএনএল (Bharat Sanchar Nigam Limited) গ্রাহকদের জন্য একটি সস্তার বিকল্প রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে।

১৫১৫ টাকার একটি রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে বিএসএনএল। এই রিচার্জ প্লানে আপনি আপনার পছন্দমত ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। অন্যান্য টেলিকম সংস্থাগুলির থেকে এই রিচার্জ প্ল্যানের দাম অনেকটাই কম। চলুন জেনে নেওয়া যাক এই রিচার্জ সম্পর্কে।

১৫১৫ টাকার বিএসএনএলের এই রিচার্জ প্ল্যানে আপনি পেয়ে যাবেন প্রতিদিন ২ জিবি করে ডেটা। এর ভ্যালিডিটি থাকবে সারা বছর। ২ জিবির উচ্চগতির ডেটা শেষ হয়ে যাওয়ার পর আপনারা ৪০ কেবিপিএস স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

bsnl jio airtel vi

এই দামের মধ্যে জিওর একটি প্ল্যান রয়েছে। ১৫৫৯ টাকার জিওর এই প্ল্যানে থাকে ২৪ জিবির ডেটা। এর বৈধতা ৩৩৬ দিন। এছাড়াও আনলিমিটেড কল অতি ৩৬০০ এসএমএস এর সুবিধা পাওয়া যায় এই প্ল্যানে। ফলে, জিও, এয়ারটেলকে টেক্কা দিতে বিএসএনএল যে আসরে নেমে পড়েছে এটা বলাই বাহুল্য।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর