১ বছর পর ফিরেছেন মাঠে, বাবা দীর্ঘদিন ভর্তি ICU-তে, অসাধারণ বোলিং করে MI-কে আটকালেন মহসিন  

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতবারের আইপিএলে (IPL 2022) তিনি সকলের নজরে এসেছিলেন। ২০২২ সালের আইপিএলে দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে অসাধারণ বোলিং করে এবং একাধিক উইকেট নিয়ে তিনি হয়ে উঠেছিলেন লখনৌ সুপারজায়ান্টস (LSG) শিবিরের সম্পদ। কিন্তু তারপর তার জীবনের নেমে এসেছিল অনিশ্চয়তার অন্ধকার। কাঁধের চোটের কারণে গত আইপিএলের পর থেকে দীর্ঘদিন বোলিং করতে পারেননি বাঁ-হাতি পেসার মহসিন খান (Mohsin Khan)।

এরপর দীর্ঘদিন ব্যাঙ্গালোরের জাতীয় ক্রিকেট
অ্যাকাডেমিতে রিহ্যাব করেছেন তিনি। তাতেও লাভ না হওয়ায় কাঁধে অস্ত্রোপচার করাতে হয়েছে। এরপর যখন চলতি আইপিএলের প্রস্তুতি শিবির শুরু করেছিল লখনৌ, তখন জানা গিয়েছিল যে আইপিএলের বেশিরভাগ সময়টাই মহসিনের সুস্থ হয়ে উঠতে কেটে যাবে।

কিন্তু গৌতম গম্ভীররা এই কঠিন সময় তার পাশে দাঁড়িয়ে ছিলেন এবং তাকে প্রস্তুতির শিবিরে যোগ দিয়েই সুস্থ হয়ে ওঠার পাশাপাশি অনুশীলন করার অনুমতি দিয়েছিলেন। আইপিএল চলাকালীনই ধীরে ধীরে উত্তরপ্রদেশের পেসার সুস্থ হয়ে উঠেছিলেন। কিন্তু তার জীবনে অন্য একটি বিপত্তি নেমে আসে। তিনি যখন মাঠে নামার জন্য প্রস্তুত হয়ে উঠেছেন প্রায় তখন তার বাবাকে গুরুতর অবস্থায় আইসিইউ-তে ভর্তি করতে হয়।

গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে দলে ফিরে ছিলেন মহসিন। এর আগে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে দলে প্রত্যাবর্তন করে ঋদ্ধিমান সাহার কাছে হেনস্থা হতে হয়েছিল তাকে। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কোনও ভুল করেননি তিনি। তরুণ তারকা নেহাল ওয়াদেরাকে আউট করার পাশাপাশি তিনি ম্যাচের শেষ ওভারে বল করতে এসেছিলেন। তখন তার হাতে ছিল মাত্র ১১ রান এবং ব্যাট হাতে ক্রিসে ছিলেন ক্যামেরন গ্রিন এবং টিম ডেভিডের মত দুই অভিজ্ঞ টি-টোয়েন্টি স্পেশালিস্ট। কিন্তু সেই অবস্থায় অসাধারণ ইয়র্কার বোলিংয়ের প্রদর্শনী করে তিনি মাত্র পাঁচ রান দেন শেষ ওভারে।

mohsin father

ম্যাচ শেষের সাক্ষাৎকারে এসে তিনি জানান যে দীর্ঘদিন পর মাঠে ফিরে দলকে জেতানোর ক্ষেত্রে ভূমিকা রাখতে পেরে তিনি অত্যন্ত সন্তুষ্ট। নিজের ক্ষমতার উপর বিশ্বাস রেখেছিলেন মহসিন। এই অসাধারণ পারফরম্যান্স নিজের বাবার জন্য করতে পেরেছেন বলে জানিয়েছেন তিনি। গত ১০ দিন ধরে আইসিইউতে ভর্তি থাকার পর তিনি গতকাল ছাড়া পেয়েছেন। এই ম্যাচটা নিজের বাবার জন্যই দলকে জেতাতে চেয়েছিলেন বাঁ-হাতি ফাস্ট বোলার। তার ৩ ওভারে ২৬ রান দিয়ে ১ উইকেট নেওয়ার স্পেলটা হয়তো সাদা চোখে খুব অসাধারণ দেখাবে না। কিন্তু যারা আসল গল্প জানেন, তারা বুঝতে পারবেন না একজন খেলোয়াড়ের পক্ষে এমন পরিস্থিতিতে এই অসাধারণ কাজ করে দেখানোটা কতটা কঠিন।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর