বাংলা হান্ট নিউজ ডেস্কঃ মোহনবাগান (Mohun Bagan) সমর্থকরা এই মুহূর্তে অত্যন্ত আনন্দিত। তাদের প্রিয় দল আইএসএল জিতেছে। এফসি কাপের জন্য যোগ্যতা অর্জন করে ফেলেছে। আর কিছুদিনের মধ্যেই গত তিন বছর ধরে গলায় কাঁটার মতো বিঁধে থাকা এটিকে উঠে গিয়ে নামের পেছনে বসতে চলেছে সুপার জায়ান্টস। সেইসঙ্গে এবার আইপিএলেও খুব শীঘ্রই সবুজ মেরুণ জার্সি পরিহিত একটি দলকে এক ম্যাচের জন্য দেখতে পাবেন তারা।
তাদের এই সমস্ত খুশিকে আরও দ্বিগুণ করে দিয়েছে একটি সংবাদ। ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের উদ্যোগে আগামী জুলাইয়ে মোহনবাগান তাঁবুতে পা রাখতে চলেছেন গত বিশ্বকাপে আর্জেন্টিনাকে ট্রফি এনে দেওয়া গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ইতিমধ্যেই ক্লাবের জন্য একটি সই করা ফুটবল এবং মোহনবাগান জার্সি উপহার পাঠিয়েছেন তিনি।
সবকিছু ঠিক থাকলে আগামী ৪ ঠা জুলাই মোহনবাগান ক্লাব তাবুতে পদার্পণ করবেন টাটকা বিশ্বকাপ জয়ী তারকা। ক্লাবের ট্রফি রুম পরিদর্শনের পাশাপাশি একটি প্রদর্শনী ম্যাচেও উপস্থিত থাকতে পারেন এমি। সেই সঙ্গে আরও একটি বড় ব্যাপার হতে পারে যা শুনে ফুটবল প্রেমীরা চমকে উঠেছেন।
আর্জেন্টাইন সমর্থকদের প্রিয় দিবু সাক্ষাৎ করতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। তিনি নিজে বারংবার জানিয়েছেন যে তিনি ল্যাটিন আমেরিকান ফুটবল দলগুলোর ভক্ত এবং আর্জেন্টিনার খেলা দেখতে ভালোবাসেন। ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশকে নীল সাদা করে সমর্থকদের কাছ থেকে পশ্চিমবঙ্গকে আর্জেন্টিনা বানানোর ব্যঙ্গক্তিও শুনতে হয়েছে তাকে বারংবার। এখনও অনেকে ব্যাঙ্গ করেই বলছেন, আর্জেন্টাইন তারকা গোলরক্ষক যখন কলকাতায় পা রাখবেন তখন সেই নীল সাদা রঙের ফ্লাইওভার বা বাড়িগুলি দেখে বেশ দেশের মতোই পরিবেশ অনুভব করবেন মার্টিনেজ।
এর আগে কলকাতার মাটিতে পেলে, মারাডোনা, মেসি, কাফুর মতো বিশ্ব ফুটবলে প্রসিদ্ধ তারকাদের পা পড়েছে। সেই তালিকায় আরও একটা নতুন নাম জুড়তে চলেছে। আর মুখ্যমন্ত্রীর সঙ্গে যদি এমির সাক্ষাৎ হয় তাহলে তা নিয়ে ইতিবাচক এবং নেতিবাচক দুই রকম চর্চাই যে তুমুল ভাবে হবে, সেই নিয়ে কোনও সন্দেহ নেই। তবে তাদের দুজনের সাক্ষাৎ নিয়ে শুধুমাত্র একটা আভাস পাওয়া গিয়েছে, এখনো এই ব্যাপারটা পুরোপুরিভাবে নিশ্চিত নয়।