বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভক্তরা সামর্থ্য থাকলে নিজেদের প্রিয় ক্রীড়াবিদকে সামনাসামনি দেখার জন্য কি না করে থাকেন। গোটা বিশ্বজুড়ে সচিন টেন্ডুলকার, লিওনেল মেসি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, মহেন্দ্র সিংহ ধোনি, রজার ফেডেরারের এমন বহু ভক্ত রয়েছেন। বিরাট কোহলিও এই তালিকাতেই পড়েন। প্রাক্তন ভারতীয় অধিনায়কের ভক্ত সংখ্যা বেশ ঈর্ষণীয়। এবার তাদেরই মধ্যে একজন একটি অবাক কাণ্ড করলেন।
বিরাট কোহলির ব্যাটিং কোনদিনও সামনাসামনি দেখা হয়নি, তাই হাতে সময়, সুযোগ এবং অর্থ সবকিছু মজুত থাকায় সুদুর মার্কিন যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো সিটি থেকে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে পৌঁছে গেলেন এক যুবক। যে যাত্রা পথ পাড়ি দিতে সময় লাগে ২-৩ দিন। কিন্তু নিজের প্রিয় ক্রিকেটারের জন্য এমনটা করা কোন ব্যাপারই ছিল না এই ভক্তের কাছে।
আজ সানরাইজার্স হায়দরাবাদ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচে এই ভক্তকে স্টেডিয়ামে উপস্থিত থাকতে দেখা যায়। তার হাতে ছিল একটি পোস্টার যেখানে লেখা ছিল যে শুধুমাত্র বিরাট কোহলির ব্যাটিং দেখবেন বলে তিনি অরল্যান্ডো থেকে তিনি ৮৯৮৫ মাইল পথ অতিক্রম করে হায়দরাবাদে পৌঁছেছেন।
নিজের অজ্ঞানত হলেও এই ভক্তকে বিরাট কোহলি হতাশ করেননি। প্রথম ইনিংসে আরসিবি টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। সেই সময় এসআরএইচের দক্ষিণ আফ্রিকান তারকা হেনরিক ক্লাসেন অসাধারণ ব্যাটিং করে শতরান করেন যা ছিল তার আইপিএল কেরিয়ারের প্রথম এবং টি-টোয়েন্টি কেরিয়ারের দ্বিতীয়। কোহলিদের সামনে জয়ের জন্য ১৮৭ রানের টার্গেট রাখে হায়দরাবাদ।
এরপর রান তাড়া করতে নেমে হায়দরাবাদ বোলারদের নিয়ে ছেলে খেলা করেন বিরাট কোহলি। একাধিক দৃষ্টিনন্দন শট থেকে রান কুড়িয়েছেন আজ প্রাক্তন আরসিবি অধিনায়ক। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন অধিনায়ক ফ্যাফ দু প্লেসিস। প্রতিবেদনটির লেখার সময় কোন উইকেট না হারিয়েই জয়ের পথে এগিয়ে চলেছে আরসিবি। বিরাট কোহলি ব্যাটিং করছেন ৯৪ রানে।