“পাক সেনার সঙ্গ না দিলে কাশ্মীর …”, ফের ভারতের বিরুদ্ধে বিষ উগরে দিলেন আফ্রিদি

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সম্প্রতি কাশ্মীরের প্রসঙ্গে মুখ খুলেছিলেন শাহিদ আফ্রিদি (Shahid Afridi)। ভারতকে বেকায়দায় ফেলার জন্য একটি মন্তব্য করেছিলেন তিনি। অতীতেও ক্রিকেট এবং রাজনৈতিক সংক্রান্ত নানা বিষয়ে নিজের ভারত বিরোধী মন্তব্য জন্য সমালোচকদের সমালোচনা স্বীকার হয়েছেন প্রাক্তন পাক অধিনায়ক। কিন্তু তিনি যে এই ব্যাপারগুলি পাত্তা দেন না সেটা প্রমাণিত হয়ে গেছে তার সাম্প্রতিক মন্তব্যেই।

তার এই মন্তব্যটি ছিল পাক সেনাদের সঙ্গে সেই দেশের অধিবাসীদের সহযোগিতা নিয়ে। তিনি নিজের মন্তব্যে বলেছিলেন, “আর কতদিন আমরা পরস্পরের সঙ্গে লড়াই চালিয়ে যাব! দেশের জন্য পাকিস্তান সেনাবাহিনী অনেক কিছু করেছে, তাদের আত্মত্যাগ রয়েছে প্রচুর। পাকিস্তান আর্মি না থাকলে স্বাধীনতা পুরোপুরি অর্থহীন হয়ে যেত। প্যালেস্টাইন বা কাশ্মীরের কেউ স্বাধীনতার অর্থ বলতে পারবে কি? পাকিস্তান সেনাবাহিনীর পাশে দাঁড়াতে হবে সকলকে।”

মজার ব্যাপার হল আফ্রিদি রাজনৈতিক বিষয় হোক বা ক্রিকেট সংক্রান্ত বিষয়, আফ্রিদি সম্প্রতি যে বিষয়েই বক্তব্য রাখতে চাইছেন, সেই বিষয়েই তিনি সমালোচিত হচ্ছেন। কিছুদিন আগে ক্রিকেট বিশ্বে ভারতের ক্রিকেট বোর্ডের প্রভাব নিয়ে কিছু অসংগতিপূর্ণ মন্তব্য করার পরে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার হয়েছিলেন।

shahid afridi asa

এবার কাশ্মীর নিয়ে এই মন্তব্য করার পর কাশ্মীরের যুবকদের কাছ থেকেই সমালোচিত হতে হলো তাকে। কিছু যুবক আফ্রিদির মন্তব্যের পরিপ্রেক্ষিতে জানিয়েছেন যে তারা জম্মু-কাশ্মীরের মুশলিম এবং সেখানে যথেষ্ট সুখে আছেন তারা। স্বাস্থ্য এবং শিক্ষা, দুই ক্ষেত্রেই তারা যথেষ্ট সুবিধা পাচ্ছেন বলে জানিয়েছেন। আফ্রিদিকে ভূয়ো তথ্য ছড়াতে নিষেধও করেছেন তারা।

অনেকে আবার কাশ্মীরের ভূমিতে পাকিস্তানের জঙ্গি কার্যকলাপ বন্ধ করার জন্য ব্যবস্থা করতে বলেছেন। তারা জানিয়েছেন যে তারা যেভাবে আছেন সেভাবেই তারা খুশি রয়েছেন এবং তারা শুধুমাত্র শান্তিতে থাকতে চান। যদিও এইসব মন্তব্যের পরিপ্রেক্ষিতে আফ্রিদির কোনও প্রতিক্রিয়া জানতে পাওয়া যায়নি।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর