বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিরাট কোহলি (Virat Kohli) গতকাল শতরান করার পর থেকেই তাকে নিয়ে চর্চা চলছে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে তার ইনিংসটি তার আইপিএল কেরিয়ারের সেরা ইনিংসগুলির মধ্যে একটি। যেভাবে তিনি দৃষ্টিনন্দন ব্যাটিং করে শতরান হাঁকিয়েছেন, তা যে কোনও ক্রিকেটপ্রেমীর চোখকে আরাম দেবে। এটি ছিল তার আইপিএল কেরিয়ারের ষষ্ঠ শতরান।
কিছুদিন আগেই লখনৌ সুপারজায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে তিনি ঝামেলায় জড়িয়েছিলেন আফগান পেসার নবীন উল হকের। তারপরেই দুর্দান্ত ফর্মে থাকা কোহলি আচমকাই ছন্দ হারিয়ে বসেন। তখন অনেকেই তার সমালোচনা করেন যে বিরাট কোহলির মাঠের পারফরম্যান্সে বেশি মনোযোগী হওয়া উচিত এবং মাঠের বাইরে ঝামেলা গুলি এড়িয়ে যাওয়া উচিত। বিরাট কোহলির ব্যর্থতার ম্যাচের ছবি পোস্ট করে পরোক্ষভাবে তাকে ব্যঙ্গ করেছিলেন আফগান পেসারও।
কিন্তু বিরাট কোহলি গতকাল ফর্মে ফেরার পর তার ভক্তরা এবার পাল্টা দিয়েছেন নবীন উল হককে। এবার সেই তালিকায় নাম লেখালো কলকাতা পুলিশও। সোশ্যাল মিডিয়ায় হেলমেট পরিধান নিয়ে জনসচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে একটি পোস্টে নবীন উল হককে ব্যাঙ্গ করেছেন তারা।
বিরাট কোহলি মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে শোচনীয় ভাবে ব্যর্থ হয়েছিলেন। টিভিতে সেই ম্যাচ আম খেতে খেতে দেখছেন এমন একটি ছবি পোস্ট করেন নবীন উল হক পরোক্ষভাবে তাকে ব্যঙ্গ করেছিলেন। কাল বিরাট কোহলি শতরান করার পর কলকাতা পুলিশ সেই পথটিকেই বেছে নিল অপমান ফিরিয়ে দেওয়ার জন্য।
বিরাট কোহলির শতরান এবং নবীন উল হকের সেই আম খাবার দৃশ্যের ছবি কোলাজ করে কলকাতা পুলিশ বার্তা দিয়েছে, ‘বিরাট রাজার আম দরবার, লক্ষ্যে পৌঁছে হেলমেটে ছাড়।’ এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় তাদের সেই পোস্টটি ভাইরাল হয়ে উঠেছে।