বাংলাহান্ট ডেস্ক: বলিউড ইন্ডাস্ট্রিতে গ্ল্যামারাস নায়ক নায়িকার পাশাপাশি শিশুশিল্পীরও (Child Actress) অভাব নেই। গ্ল্যামার জগতের এমনি টান যে মাত্র কয়েক বছর বয়স থেকেই ছেলে মেয়েরা ভিড় করতে থাকে ক্যামেরার সামনে মুখ দেখানোর একটা সুযোগের জন্য। এমনও অনেক শিশুশিল্পী রয়েছে যারা নামী অভিনেতা অভিনেত্রীদের সমান জনপ্রিয়তা পেয়েছেন। এমনি একজন হলেন ঝনক শুক্লা (Jhanak Shukla)।
‘কল হো না হো’ ছবিটি মনে রয়েল নিশ্চয়ই? শাহরুখ খান, প্রীতি জিন্টা, সইফ আলি খান অভিনীত ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছিল। শাহরুখের কেরিয়ারে তো বটেই, বলিউডের জনপ্রিয় ছবির তালিকাতেও পাকাপাকি ভাবে নাম করে নিয়েছে এই ছবিটি। ওই ছবিতে প্রীতির ছোট্ট বোন জিয়ার চরিত্রে অভিনয় করেছিলেন ঝনক। মিষ্টি মেয়েটি শাহরুখ প্রীতির থেকেও বেশি নজর কেড়েছিল দর্শকদের।
বাবা মা অভিনয় জগতের সঙ্গে যুক্ত থাকার দৌলতে ঝনকও ছোট থেকেই ওইদিকেই ঝুঁকেছিলেন। বড়পর্দায় পা রাখার আগে একটি বিজ্ঞাপনী ছবিতেও মুখ দেখিয়েছিলেন ঝনক। ওইটুকু বয়সেই তাঁর অভিনয়ে এত ধার ছিল যে বিজ্ঞাপনী ছবিটি বছরের সেরা অ্যাড ফিল্মের পুরস্কার পেয়েছিল।
ঝনকের যখন মাত্র সাত বছর বয়স ছিল তখনি তিনি জনপ্রিয় টিভি শো ‘করিশ্মা কা করিশ্মা’তে সুযোগ পেয়ে যান। তাও আবার করিশ্মা অর্থাৎ মুখ চরিত্রে। করিশ্মা নামে এক ছোট্ট মিষ্টি রোবটের ভূমিকায় অভিনয় করেছিলেন ঝনক। ওইটুকু মেয়ের অভিনয় দেখে চমকে গিয়েছিলেন দর্শকরা। খেলার ছলে হলেও তাঁর সংলাপ বলার ভঙ্গি, অভিনয় দক্ষতা মুগ্ধ করেছিল সবাইকে। ঝনকের আরেক নামই হয়ে গিয়েছিল করিশ্মা।
টিভি সিরিয়ালটির জনপ্রিয়তা তাঁকে এনে দেয় বড়পর্দায় পা রাখার সুবর্ণ সুযোগ। শাহরুখ প্রীতির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে না করতে একটি হলিউড ছবিরও প্রস্তাব পেয়ে যান ঝনক। যদিও সেই ছবিতে অভিনয় করেননি তিনি। আসলে ঝনকের বাবা মা সে সময়ে চেয়েছিলেন মেয়ে আগে পড়াশোনাটা শেষ করুক, তারপর অভিনয় কেরিয়ারে মন দিক।
মা বাবার কথা রাখতে পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে যান ঝনক। আর্কিওলজিতে স্নাতকোত্তর পাশ করেন তিনি। কিন্তু অভিনয়ে আর ফেরা হয়নি ঝনকের। আসলে নিজের বাবা মাকে সর্বক্ষণ শুটিং করতে দেখে তিনি বুঝতে পারেন যে অভিনয় অতটাও সহজ নয়। তাই কেরিয়ার নিয়ে নিজের মত বদলান ঝনক।
এখন সম্পূর্ণ অন্য পথে চলে এসেছেন তিনি। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে মাস্টার্স করার পাশাপাশি নিজস্ব একটি ব্যবসাও শুরু করেছেন ঝনক। সাবান তৈরির ব্যবসা শুরু করেছেন তিনি। বড় হয়ে একেবারেই বদলেও গিয়েছেন ঝনক। আগের সঙ্গে এখনকার কোনও মিলই নেই। আবার কি অভিনয়ে ফিরবেন ঝনক? তাও জানা যায় না।