কোহলির RCB-কে হারতে দেখেই এই নিম্ন মানসিকতার পরিচয় দিলেন আফগান পেসার নবীন উল হক

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকাল মরিয়া চেষ্টা করেও বিরাট কোহলি (Virat Kohli) পারেননি। নিজে শতরান করেছিলেন এবং দলকে ২০০-র কাছাকাছি স্কোর অবধি পৌঁছে দিয়েছিলেন। ফিল্ডিংয়েও নিজের সবটা দিয়ে প্রচেষ্টা করেছিলেন। কিন্তু শুভমান গিলের শতরানে ভর করে ম্যাচ জিতে নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স এবং আরসিবির (RCB) আইপিএল জেতার স্বপ্ন আরও একবার স্বপ্নই থেকে গেছে।

বিরাট কোহলিকে ম্যাচ শেষের পর অত্যন্ত হতাশ দেখিয়েছে। তিনি শুভমান গিলকে অভিনন্দন জানালেও তার মুখে ছিল না সেই পরিচিত আমুদে মেজাজ। টানা ১৬ বছর ধরে আরসিবির হয়ে এই চলমান ব্যর্থতা হয়তো মেনে নিতে পারছিলেন না তিনি। এই গোটা টুর্নামেন্টে তিনি অসাধারণ ছন্দে ছিলেন। কিন্তু একটা দল হিসেবে আরসিবি ব্যর্থ হয়েছে।

kohli wnd ipl vton

কিন্তু বিরাট কোহলির ভক্তদের এই যন্ত্রণার ওপর এবার নুন ছিটিয়ে দিয়েছেন আফগান পেসার নবীন উল হক। নিজেদের শেষ ম্যাচে ইডেন গার্ডেন্সে যখন আফগান পেসার মাঠে নেমেছিলেন তখন ভক্তরা ‘কোহলি, কোহলি’ চিৎকার করে তাকে বিরক্ত করেছিলেন। এই ঘটনা মনে রেখে দিয়েছিলেন নবীন।

গতকাল আরসিবি ম্যাচ হারার পরে নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে একজন কৌতুকের হাসি হাসতে থাকা আফ্রিকান সাংবাদিকের ছবি পোস্ট করে পরোক্ষ ভাবে বিরাট কোহলিকে এবং তার ভক্তদের ব্যাঙ্গ করেছেন তিনি। কোহলি ভক্তদের অনেক আশা ছিল যে প্লে-অফে লখনৌ এবং ব্যাঙ্গালোর একে অপরের মুখোমুখি হবে এবং আরও একবার তারা নবীন ও বিরাটের দ্বৈরথ দেখতে পারবেন।

nuq story

কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি। এবার আফগান তারকা এবং প্রাক্তন ভারতীয় অধিনায়ক হয় এশিয়া কাপে নয় একেবারে বিশ্বকাপে গিয়ে একে অপরের মুখোমুখি হবেন। বিরাট কোহলি ভক্তরা অপেক্ষা করছেন সেই সময়ের যখন ব্যাট হাতে বিরাট কোহলি এই অপমানের জবাব দেবেন আফগান পেসারকে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর