জিনপিংয়ের বিরুদ্ধে মুখ খোলার পরিণতি! চাকরি খোয়ানোর পাশাপাশি ১৯ কোটি জরিমানা চিনা যুবকের

বাংলা হান্ট ডেস্ক : ফের প্রকাশ্যে চিন সরকারের (Chinese Government) স্বৈরাচারী মানসিকতা। মাত্র দু’টি বাক্য। বিশেষ কিছুই বলা ছিল না তাতে। অত্যন্ত সাধারণ কয়েকটি শব্দ বলেছিলেন ওই, যুবক। কিন্তু তাতেই ফল হল মারাত্মক। যুবকের সংস্থা বড়সড় বিপদের মুখে পড়ল। চিনের বিখ্যাত কৌতুক সংস্থা শাংহাই শিয়াওগুয়ো কালচার মিডিয়া কোম্পানি। সে দেশের সরকার এই সংস্থাকে সম্প্রতি বিরার অংকের জরিমানা করেছে বলে খবর।

একটি কৌতুক সংস্থার কাজই হল রসিকতা করা। লোক হাসিয়েই তাদের রোজগার। কিন্তু সম্প্রতি ওই সংস্থার এক কর্মীর রসিকতা মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। এমনই মনে করছে চিন সরকার। রসিকতা করতে গিয়ে চিনের সেনাবাহিনী এবং প্রেসিডেন্ট শি জিনপিংকে অপমান করেছেন যুবক। আর তাই তাঁদের বিরুদ্ধে নেমে এসেছে জরিমানার আঘাত।

শাংহাই শিয়াওগুয়ো কালচার মিডিয়ার উপর চিন সরকার মোট ১ কোটি ৪৭ লক্ষ ইউয়ান জরিমানা আরোপ করেছে। ভারতীয় মুদ্রার হিসাবে টাকার অঙ্ক প্রায় ১৭ কোটি ৩৯ লক্ষ টাকা। সংস্থার কাছ থেকে অবৈধ রোজগারের অভিযোগে আরও সাড়ে ১৩ লক্ষ ইউয়ান বাজেয়াপ্ত করবে চিনের কমিউনিস্ট সরকার।

jinping china jawan
কী হয়েছিল ঘটনা? বিতর্কের সূত্রপাত কিছু দিন আগে কৌতুক সংস্থার একটি শো-তে। ওই শো-এর সঞ্চালক ছিলেন সংস্থার কর্মী লি হাওশি। ঘটনার পর তাঁকেও শাস্তির মুখে পড়তে হয়েছে। শো চলাকালীন লি-এর বলা দু’টি বাক্য নিয়ে যত বিতর্ক। তিনি নিজের বাড়ির পোষ্যদের নিয়ে মজার ছলে একটি গল্প শোনাচ্ছিলেন জনগণকে। লি বলেন, দু’টি পথকুকুরকে তিনি পোষ্য হিসাবে নিজের কাছে রেখেছিলেন। তারা এক বার একটি কাঠবেড়ালিকে তাড়া করেছিল। কাঠবেড়ালির সঙ্গে এই দ্বন্দ্বে তাদেরই জয় হয়। কুকুরগুলির গল্প শোনাতে গিয়ে লি তাদের সম্বন্ধে বলে বসেন, ‘ওদের কাজের ধরন খুব সুন্দর। ওরা লড়াই করে এবং যুদ্ধে জিতে আসে।’

২০১৩ সালে এই বাক্যগুলি ব্যবহার করেছিলেন স্বয়ং চিনা প্রেসিডেন্ট। তার পর থেকে বাক্য দু’টি চিনের রাজনীতির সঙ্গে জুড়ে যায়। চিনের সেনাবাহিনীর প্রশংসা করতে গিয়ে ১০ বছর আগে জিনপিং এই বাক্য ব্যবহার করেছিলেন। তার পর থেকে দেশে এটি জনপ্রিয় সংলাপের পর্যায়ে পৌঁছে গিয়েছে। কুকুরের প্রসঙ্গে প্রেসিডেন্টের সেই বাণী ব্যবহার করে লি সরকার এবং সেনাবাহিনীর অপমান করেছেন বলে অভিযোগ। তাই এই ঘটনার পরে তাঁকে চাকরিও হারাতে হয়।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর