এবার পশ্চিমবঙ্গে ক্যান্সার চিকিৎসা আরও সহজ! হাসপাতাল তৈরীতে SSKM-র সাথে জোট টাটার

বাংলাহান্ট ডেস্ক : ক্যান্সার (Cancer) শব্দটি শুনলে আমাদের সকলের মনের মধ্যেই ভেসে ওঠে মৃত্যু। সেই অর্থে এখনো পর্যন্ত ক্যান্সার চিকিৎসার কোনো ওষুধ বা প্রতিষেধক আবিষ্কার হয়নি। কেমোথেরাপির সাহায্যে ক্যান্সার রোগীর আয়ু খানিকটা বৃদ্ধি করা যায়। এর ফলে ক্যান্সার সম্পূর্ণভাবে অনেক সময় নিরাময় না হলেও কিছুটা অন্তত ছড়িয়ে পড়তে বাধা পায়।

তবে আমাদের রাজ্যে যথেষ্ট পরিমাণ পরিকাঠামো না থাকায় বহু মানুষ অন্য রাজ্যে গিয়ে ক্যান্সার চিকিৎসা করান। রাজ্যের কিছু সরকারি ও বেসরকারি হাসপাতালে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা রয়েছে। তবে যত দিন যাচ্ছে ততই সেগুলিতে বাড়ছে ভিড়। এরফলে অনেক সময় সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন ক্যান্সার রোগীরা।

গত বিধানসভা নির্বাচনে জয়লাভের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন টাটা গোষ্ঠীর সাথে যৌথভাবে এসএসকেএম (SSKM Hospital) ক্যান্সার হাসপাতাল গড়ে তুলবে। রাজ্যের মন্ত্রিসভা এবার সেই বিষয়ে চূড়ান্ত সিলমোহর দিল। এর আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন, রাজ্যের ২৫ শতাংশ ক্যান্সার রোগী চিকিৎসার জন্য বাংলা থেকে পাড়ি দেন মুম্বাইয়ে।

বাংলার মানুষের কথা ভেবে তাই নতুন ক্যান্সার হাসপাতাল তৈরীর পরিকল্পনা করছে রাজ্য।
বেশ কিছুদিন ধরেই এই ব্যাপারে রাজ্য সরকার কথাবার্তা চালাচ্ছিল টাটা গোষ্ঠীর সাথে। এবার সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল। সেই সময় মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি দিয়েছিলেন উত্তরবঙ্গেও পৃথক দুটি ক্যান্সার হাসপাতাল গড়ে তোলা হবে।

cancer cells 1011146302 iStock Mohammed Haneefa Nizamudeen

যদিও সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো খবর আসেনি সরকারের পক্ষ থেকে। রাজ্যে কিছু সরকারি ও কিছু বেসরকারি হাসপাতালে ক্যান্সার চিকিৎসা হয়। এছাড়াও কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে রয়েছে চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল। কিন্তু যে হারে ক্যান্সার রোগীর সংখ্যা বাড়ছে তাতে আরো উন্নত পরিকাঠামো দরকার। সেই কথা মাথায় রেখে রাজ্য সরকার এই পদক্ষেপ নিল।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর