বাংলাহান্ট ডেস্ক : অবশেষে স্বপ্ন পূরণ হতে চলেছে কলকাতা (Kolkata) ও হাওড়ার (Howrah) মানুষের। আর কিছু মাসের মধ্যেই দুই শহরের মানুষেরা গঙ্গার নীচ দিয়ে মেট্রো করে যাতায়াত করতে পারবেন। মেট্রো রেলের (Metro Railways) জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি এমনটাই জানিয়েছেন সোমবার।
পি উদয় কুমার রেড্ডির কথায়, শিয়ালদা মেট্রো স্টেশনের সাথে শীঘ্রই যুক্ত করা হবে এসপ্ল্যানেডকে। এর ফলে পূর্ণাঙ্গ রুটে পরিষেবা শুরু হয়ে যাবে খুব শীঘ্রই। মেট্রো রেলের জেনারেল ম্যানেজার জানিয়েছেন আশা করা হচ্ছে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রো যাত্রী পরিষেবা দিতে পারবে।
এছাড়াও শিয়ালদার সাথে এসপ্ল্যানেড স্টেশন যুক্ত করার কাজ সম্পন্ন হবে আগামী জুন-জুলাই এর মধ্যে। সম্পূর্ণরূপে এই রুটে যাত্রী পরিষেবার ক্ষেত্রে সবথেকে বাধা এই সংযুক্তিকরণ। প্রসঙ্গত গত ১৩ই এপ্রিল থেকে ট্রায়াল রান শুরু হয় এসপ্ল্যানেড থেকে হাওড়া পর্যন্ত মেট্রো রুটে। এরপর মেট্রো কর্তৃপক্ষ ৪.৮ কিলোমিটার এই পথে রেক চালিয়ে বহুবার পরীক্ষা করেছে।
এই রুটের ৫২০ মিটার পথ রয়েছে হুগলি নদীর নীচে। মেট্রো রেলের জিএম এর আশা, আগামী জুলাই মাসের মধ্যে এই সেকশনের প্রত্যেকটি স্টেশন তৈরি হয়ে যাবে। আর এই নতুন মেট্রো চলাচলের ফলে কলকাতাবাসীর যে যাতায়াত করার ক্ষেত্রে আরোও সুবিধা হবে তা বলাই বাহুল্য। শুধু তাই নয়, বাংলার বুকে এক নয়া ইতিহাসও তৈরী হবে।
ইস্ট ওয়েস্ট মেট্রো রুট এই মুহূর্তে শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাত্রী পরিষেবা দিয়ে থাকে। শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত রুটে বারংবার ধসের কারণে বাধা পেয়েছে কাজ। সেই কারণে এখন পর্যন্ত যুক্ত করা যায়নি শিয়ালদা স্টেশন ও হাওড়া ময়দানকে। তবে জোর কদমে ট্রায়াল রান চলছে এসপ্ল্যানেড থেকে হাওড়া পর্যন্ত রুটে।