বিরল কীর্তি নীরজের! ভারতের সোনার ছেলে এখন বিশ্বের পয়লা নম্বর

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতকে টোকিও অলিম্পিক থেকে স্বর্ণপদক এনে দেওয়া নীরজ চোপড়া (Neeraj Chopra) সোমবার প্রকাশিত শেষ ক্রমতালিকা অনুসারে পুরুষদের জ্যাভলিন থ্রো-তে (Javelin Throw) শীর্ষস্থানে উঠে এসেছেন এবং ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স (World Athletics) দ্বারা জারি করা র‌্যাঙ্কিংয়ে বিশ্বের পয়লা নম্বর জ্যাভলিন থ্রোয়ার নিযুক্ত হয়েছেন।

নীরজ আপাতত ১৪৫৫ পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে রয়েছেন তার সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী অ্যান্ডারসন পিটার্সের থেকে। এর আগে নীরজ চোপড়া ২০২২ সালের ৩০শে আগস্ট থেকে এই ক্রমতালিকায় ২ নম্বর অবস্থানে ছিলেন। কিন্তু এই সপ্তাহে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অ্যান্ডারসনকে টপকে গিয়েছেন।

গত বছরের সেপ্টেম্বর মাসে নীরজ চোপড়া জুরিখের ডায়মন্ড লিগ-এর ফাইনালে জিতে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন প্রথম ভারতীয় হিসেবে এই মর্যাদাপূর্ণ ট্রফি জিতেছিলেন তিনি। এরপর গত ৫ই মে মরশুমের প্রথম প্রতিযোগিতা, দোহা ডায়মন্ড লিগে ৮৮.৬৭ মিটার থ্রো করে শিরোপা জিতেছিলেন।

neeraj diamond

অনেকের মনের প্রশ্ন এবার নীরজের পরবর্তী লক্ষ্য কি? জানা গিয়েছে তিনি পরবর্তীতে নেদারল্যান্ডসে ৪ঠা জুন এফবিকে গেমসে, তারপর ১৩ই জুন ফিনল্যান্ডের তুর্কুতে পাভো নুরমি গেমসে ফের একবার ট্র্যাকে নামবেন।

এই মুহূর্তে অনেক ক্রীড়া বিশেষজ্ঞের মতে ভারতীয় ক্রীড়া জগতে তার অবস্থান বিরাট কোহলি বা সুনীল ছেত্রীর চেয়ে কোনও অংশে পিছিয়ে নয়। যেভাবে তিনি বিশ্বের দরবারে ভারতের নাম উজ্জ্বল করে তুলেছেন তা আগে খুব বেশি অ্যাথলিট করে দেখাতে পারেননি। ২০২৪ অলিম্পিক নিয়ে এখন থেকেই স্বপ্ন দেখা শুরু করছেন ভারতীয় ক্রীড়াপ্রেমীরা।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর