বাঁকুড়ায় নবজোয়ারে কাটলো তাল, অভিষেককে দেখেই ‘চোর চোর” স্লোগান! ভিডিও ভাইরাল

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ কুড়মিদের দ্বারা ঘেরাও হয়ে হেনস্থা হওয়ার ভয় ছিল। তাই নিজের নবজোয়ার কর্মসূচির রুট বদল করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘাঘরে ঘেরাও এড়াতে ‘বিষ্ণুপুর থেকে ওন্দা’ রুটটি বদলে আজ রানীবাঁধের আখকুটা মোড় থেকে খাতড়া হয়ে ইন্দপুর দিয়ে বাঁকুড়ার শুনুক পাহাড়িতে রাত্রিযাপন করার প্ল্যান করে ফেলেছিলেন তৃণমূলের যুবরাজ।

কিন্তু তার সেই পরিকল্পনা পুরোপুরি সফল হলো না। ঘেরাও না হলেও বাঁকুড়ায় ঢোকার সময় সেখানকার অধিবাসীদের হাতে মৌখিকভাবে হেনস্থা হতে হলো অভিষেককে। যে পথ দিয়ে অভিষেক বাঁকুড়ায় প্রবেশ করছিলেন সেখানে ছিল কড়া নিরাপত্তা। পুলিশে গিজগিজ করছিল রাস্তা।

কিন্তু তার মধ্যে থেকেও যখন তার গাড়ি প্রবেশ করে ওই এলাকায়, তখন অভিষেককে লক্ষ্য করে চোর চোর স্লোগান ওঠে। অবশ্য শুধু যে চোর স্লোগান উঠেছে এমনটাই না। ভিড়ের মধ্য থেকে বেশ কিছু মানুষ জয় শ্রীরাম স্লোগানও দিতে থাকেন। গোটা ব্যাপারটা যে খুব একটা স্বস্তিজনক নয় তা বলাই বাহুল্য।

অবশ্য এই নিয়ে অভিষেকের কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তার জন্য অন্তত ২৪শে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে বিশেষজ্ঞ মহলের ধারণা। রাজ্যের শাসকদলের সেকেন্ড ইন কমান্ড শেষপর্যন্ত কি বলেন সেইদিকে নজর থাকবে সকলের।

 

X