বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে যাতায়াতের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হল রেলপথ (Indian Railways)। কাছের কোনো সফর হোক কিংবা দূরের কোনো গন্তব্য, প্রতিটি ক্ষেত্রেই রেলপথের জুড়ি মেলা ভার। পাশাপাশি দেশের অন্যান্য গণপরিবহনগুলির তুলনায় রেলপথে যাতায়াতের ক্ষেত্রে খরচের পরিমাণও হয় অনেকটাই কম। আর সেই কারণেই যত দিন এগোচ্ছে ততই বাড়ছে ট্রেনের যাত্রী সংখ্যা।
এদিকে ক্রমবর্ধমান যাত্রীদের কথা মাথায় রেখে তাঁদের সুষ্ঠুভাবে পরিষেবা দেওয়ার লক্ষ্যে এবং যাত্রী স্বাচ্ছন্দ্যের দিকটিকে সঠিকভাবে বজায় রাখতে প্রায়শই বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে রেল। ইতিমধ্যেই দেশে বন্দে ভারতের মতো অত্যাধুনিক সেমি-হাই স্পিড ট্রেনের চলাচল শুরু হয়েছে।
শুধু তাই নয়, দেশের গুরুত্বপূর্ণ রেল স্টেশনগুলিকে ফের ঢেলে সাজানো হচ্ছে রেলের তরফে। ইতিমধ্যেই এই সংক্রান্ত কাজও শুরু হয়েছে। সেই দেশ বজায় রেখেই এবার একটি বড়সড় তথ্য সামনে এসেছে। মূলত, নিত্যযাত্রীদের কাছে লোকাল ট্রেন হল যাতায়াতের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এমতাবস্থায় রাজ্যের একটি রুটে এবার AC লোকাল ট্রেন চলাচলের প্রসঙ্গে জল্পনা শুরু হয়েছে।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই মুম্বাইতে AC লোকাল ট্রেন চলাচল করে। ঠিক সেই ধাঁচেই ভারতীয় রেল পূর্ব রেল জোনেও কিছু AC লোকাল ট্রেন চালানোর জন্য আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, ওই AC লোকাল ট্রেন প্রথম কোন রুটে চলতে পারে সেই প্রসঙ্গেও একটি তথ্য সামনে এসেছে।
জানা গিয়েছে, হাওড়া-বর্ধমান রুটেই প্রথমে চলতে পারে এই প্রস্তাবিত AC লোকাল। যদিও সেই লোকালের ভাড়ার প্রসঙ্গে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে, রাজ্যে AC লোকাল ট্রেন চলাচল শুরু হলে সেটি নিঃসন্দেহে যাত্রীদের কাছে এক বিরাট প্রাপ্তি হবে তা আর বলার অপেক্ষা রাখে না। যদিও এই বিষয়ে এখনও রেলের তরফে কিছু জানানো হয়নি।